শেষ আপডেট: 27th March 2025 19:43
দ্য ওয়াল ব্যুরো: কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। মাতৃত্বকালীন ছুটিতে থাকা এই অভিনেত্রীকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিংহম এগেইন’ ছবিতে। অন্তঃসত্ত্বা থাকার কারণে সে সময় ছবির প্রচারেও অংশ নেননি তিনি। গত বছরের সেপ্টেম্বরেই কন্যা দুয়ার জন্ম হয়। এরপর থেকেই বলিউড মহলে জল্পনা— ঠিক কবে শুটিং ফ্লোরে ফিরবেন দীপিকা?
নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ তাঁর পরবর্তী সিনেমা। প্রথমে শোনা গিয়েছিল, ২০২৫ সালের গ্রীষ্মেই শুরু হবে ছবির কাজ। তবে সাম্প্রতিক আপডেট বলছে, শুটিং পিছিয়ে ডিসেম্বরের শীতে গড়াবে। এর পেছনে অন্যতম কারণ দীপিকা নিজেই। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে নতুন উদ্যমে ফিরতে চান তিনি। তবে এর মধ্যেই অন্য কোনো ছবির কাজ শুরু হলে সূচি আরও বদলাতে পারে।
‘কল্কি ২৮৯৮ এডি’-তে দীপিকার সঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চন ও প্রভাসকেও। পরিচালক নাগ অশ্বিন জানিয়েছেন, ছবির সিকুয়েলেও থাকছে বড় চমক। বিশেষ করে প্রভাসের স্ক্রিন টাইম আরও বাড়ানো হবে। কর্ণ ও অশ্বত্থামার চরিত্রে থাকবে বাড়তি গুরুত্ব।
তবে এখন দীপিকা পুরোপুরি ব্যস্ত তাঁর ছোট্ট কন্যা দুয়াকে নিয়ে। প্রকাশ্যে খুব একটা আসছেন না তিনি। সম্প্রতি একটি ফ্যাশন শোতে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। শোনা যাচ্ছে, ‘পাঠান ২’-তেও থাকছেন দীপিকা, যদিও ছবির শুটিং শুরু হতে পারে ২০২৬ সালে। এখন সকলের নজর তাঁর পরবর্তী শুটিং শিডিউলের দিকে!