শেষ আপডেট: 9th December 2024 15:51
দ্য ওয়াল ব্যুরো: ৮ সেপ্টেম্বর মা হয়েছেন দীপিকা পাডুকোন। তারপর বেঙ্গালুরুতে নিজের মায়ের কাছে ছিলেন কিছুদিন। এবার দুয়াকে নিয়ে মুম্বই ফিরলেন অভিনেত্রী। তবে কি কাজে ফিরতে চলেছেন খুব শীঘ্রই? সোমবার সকালে তাঁকে দেখা মাত্রই শুরু হয়েছে গুঞ্জন।
৮ সেপ্টেম্বর মা হওয়ার পর তিনি জানিয়েছিলেন, মেয়ে দুয়া বড় হবে পরিবারের মধ্যেই। একরত্তির জন্য কোনও ন্যানি রাখা হবে না। জানা গিয়েছিল, মেয়ের জন্য নতুন ফ্ল্যাটও কেনেন দীপবীর। যা রণবীরের মায়ের বাড়ির একদম কাছেই। ঠাকুমার সান্নিধ্যেই বড় হবেন দুয়া, এমনই শোনা যায়।
নভেম্বরের শুরু মেয়েকে নিয়ে মুম্বই এয়ারপোর্টে দেখা যায় অভিনেত্রীকে। মনে করা হচ্ছিল, তিনি বেঙ্গালুরুতে তাঁর মায়ের কাছি গিয়েছেন এবং সেখানেই রয়েছেন। ডিসেম্বরের শুরুতে বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হাজির হয়ে সেকথায় শিলমোহর দেন তিনি।
View this post on Instagram
সপ্তাহ পেরনোর আগেই অবশ্যই দুয়াকে কোলে নিয়ে মুম্বই ফিরলেন অভিনেত্রী। এদিন মুম্বই এয়ারপোর্টে দেখা যায় তাঁদের। নতুন মায়ের মুখে-চোখে গ্লো স্পষ্ট। মেয়ের মুখ যাতে দেখা না যায়, তাঁর একদম হাতে আগলে রেখেছিলেন দীপিকা। এয়ারপোর্ট থেকে নেমেই গাড়ি নিয়ে ফ্ল্যাটে যান। দীপিকার পরনে ছিল এক লাল রঙের ড্রেস। চোখে কালো চশমা।
তাঁকে দেখে কাজে ফেরা নিয়ে জল্পনা শুরু হলেও, এখনই তিনি শ্যুটিং ফ্লোরে ফিরছেন না। মার্চ ২০২৫ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী। তারপর কল্কি ছবির শ্যুটিং দিয়ে মা হওয়ার পর নতুন যাত্রা শুরু করবেন