শেষ আপডেট: 11th August 2023 05:11
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ধুমধাড়াক্কা কপ অ্যাকশনের জনপ্রিয়তা নেহাত কম নয়। আর এই তালিকায় প্রথম দিকেই আছে অজয় দেবগণের 'সিংহম' সিরিজ (deepika padukone plays ajay devgan sister)। এই সিরিজের প্রথম দুই ছবিতে সাফল্যের পর ফের একবার সিংহম আনতে চলেছেন নির্মাতারা।
'সিংহম রিটার্নস'-এর পর আসতে চলেছে 'সিংহম এগেইন'। এই ছবিতে কাস্টিংয়ের ক্ষেত্রে বড় চমক রেখেছেন নির্মাতারা। জানা গেছে সিংহম-এর নতুন ছবিতে থাকছেন দীপিকা পাড়ুকোন। সূত্রের খবর এই নতুন ছবিতে অজয় দেবগণের বোনের চরিত্রে থাকছেন দীপিকা।
প্রসঙ্গত, সিংহম-এর ফ্র্যাঞ্চাইজির দুটি ছবিই বক্সঅফিসে তুমুল সাফল্য লাভ করেছিল। ফলে, এই ছবিও যে সেই ধারা বজায় রাখবে সে নিয়ে আশাবাদী নির্মাতারা। জানা গেছে, ছবিতে যথেষ্ট গুরুত্ব থাকবে দীপিকার চরিত্রটির। খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু হতে চলেছে 'সিংহম এগেইন'-এর।
জানা গেছে, অন্ততপক্ষে ৩৫ থেকে ৪০ দিন শ্যুটিং হবে দীপিকা অভিনীত চরিত্রটির। প্রসঙ্গত, শাহরুখ খানের জওয়ান ছবিতে দেখা যাবে দীপিকাকে। সেই সঙ্গে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে 'প্রজেক্ট কে' যেখানে প্রথমবার প্রভাসের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা।
ফিরছে ‘প্রলয়’, তার আগেই পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মুখোমুখি দ্য ওয়াল