শেষ আপডেট: 26th January 2025 14:22
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে পা রেখেই বাজিমাৎ করেছিলেন দীপিকা পাডুকোন। শাহরুখ খানের সঙ্গে 'ওম শান্তি ওম'-এ ডেবিউ করে প্রথম ছবিতেই দর্শকের মন জয় করেন তিনি। এরপর একের পর এক হিট ছবি—'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি', 'পিকু', 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত'—নিজেকে ভেঙে নতুন রূপে হাজির করেছেন বারবার। বলিউডের গণ্ডি পেরিয়ে দক্ষিণী ছবিতেও সফল দীপিকা। এখন তো তিনি বলিউডের ‘লেডি সিংহম’ হিসেবেও পরিচিত।
গত সেপ্টেম্বরে দীপিকা ও রণবীর সিংয়ের জীবনে এসেছে তাঁদের প্রথম সন্তান, কন্যা দুয়া পাডুকোন সিং। মা হওয়ার পর আপাতত ঘরোয়া জীবন কাটাচ্ছেন দীপিকা। যদিও গর্ভাবস্থাতেও শুটিং চালিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন নতুন মা হিসেবে মেয়ের দেখভালই তাঁর প্রথম অগ্রাধিকার। তবে সম্প্রতি, বিশিষ্ট ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ফ্যাশন শোয়ের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে দীপিকার উপস্থিতি নজর কেড়েছে সবার।
View this post on Instagram
ফ্যাশন শোয়ের মঞ্চে টাইলোরেড প্যান্ট, টপ, ট্রেঞ্চ কোট, কালো লেদারের গ্লাভস আর মানানসই গয়নায় দীপিকা যেন রূপের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন। তাঁর এই লুক শোয়ের মূল আকর্ষণ হয়ে ওঠে। ভক্তরা তাঁকে 'আলটিমেট বিউটি ক্যুইন' এবং 'আইকনিক' বলে প্রশংসা করেছেন। কেউ কেউ তাঁর স্টাইলের তুলনা করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখার সঙ্গে।
সব্যসাচীর এই বিশেষ ফ্যাশন শোতে দীপিকার পাশাপাশি উপস্থিত ছিলেন সোনম কাপুর, আলিয়া ভাট, অনন্যা পাণ্ডে, অদিতি রাও হায়দারি, শাবানা আজমি, বিপাশা বসুসহ আরও অনেক তারকা। তবে দীপিকার উপস্থিতি যেন শোয়ের জৌলুস আরও বাড়িয়ে তোলে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল দীপিকার ব্লকবাস্টার ছবি 'পদ্মাবত'। ঠিক সাত বছর পর, একই দিনে সব্যসাচীর মঞ্চে দীপিকার উপস্থিতি যেন ‘রানি পদ্মাবত’-এর স্মৃতি ফিরিয়ে আনল। দীপিকার স্টাইল এবং ক্যারিশমা বারবারই তাঁকে পেজ ৩-এর আলোচনার কেন্দ্রে রাখে।