শেষ আপডেট: 7th December 2024 15:49
দ্য ওয়াল ব্যুরো: সদ্য কোলকাতা ট্যুর শেষ করে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জ। চলছিল দিল লিউমিনাটি কনসার্ট। হঠাৎই সেখানে পৌঁছিয়ে গেলেন দীপিকা পাডুকোন। বন্ধুদের সঙ্গে রীতিমতো নাচতেও দেখা যায় অভিনেত্রীকে। পরনে সাদা রঙের ব্যাগি টি শার্ট এবং জিন্স। দীপিকা ধরা দিলেন একদম কমফি অবতারে। মেয়ের জন্মের পরই প্রথমবার প্রকাশ্য মঞ্চে অভিনেত্রী।
বলিউড তারকাকে এদিন দেখা গেল খোশ মেজাজে। দীপিকা জন্মসূত্রে ব্যাঙ্গালোরের মানুষ। মেয়ে জন্মের পর তাকে সেই ভাবে সকলের সামনে দেখা না গেলেও এই অনুষ্ঠানে, নিজেকে আর ধরে রাখতে পারলেন না। বেশ কিছুক্ষণ ধরে লুকিয়ে লুকিয়ে গোটা কনসার্ট দেখছিলেন দীপিকা। ভাবতেও পারেননি যে গায়ক তাকে স্টেজে ডেকে নেবেন।
View this post on Instagram
হঠাৎই স্টেজে দিলজিত, দীপিকাকে নিয়ে অনেক কথা বলতে শুরু করেন। তারই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একে দিলজিতের অনুষ্ঠান, তারউপরে সেখানে আবার দীপিকা। শ্রোতাদের মধ্যে যেন আলোড়ন পড়ে যায় মুহূর্তে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে দীপিকাকে কখনও মঞ্চের পিছনে, কখনও শ্রোতাদের মধ্যেও নাচতে দেখা যায়।
View this post on Instagram
স্টেজে ডাকার আগেই যে ধরনের কথা বললেন গায়ক, দীপিকাকে নিয়ে বললেন, তাতে অবাক অভিনেত্রী নিজেই। গায়ক বলেন, 'আমরা তাঁকে সিনেমার পর্দায় দেখেছি। এক কথায় খুব সুন্দর। তিনি নিজের দক্ষতায় বলিউডে জায়গা তৈরি করেছেন। তাঁকে নিয়ে আমরা সকলেই গর্বিত।' তারপরেই স্টেজে ডেকে নেন দীপিকাকে। দুই তারকার ভাইরাল সেই ভিডিয়ো সামনে আসা মাত্রই নজর কেড়েছে অনুরাগীদের।
View this post on Instagram
মঞ্চে উঠে দিলজিতের সঙ্গে নাচার পাশাপাশি পঞ্জাবি শিল্পীকে কন্নড় ভাষাও শেখান বলি-অভিনেত্রী। আগে দীপিকার ব্র্যান্ডের প্রমোশন করলেন তিনি। তারপর তাকে স্টেজে ডেকে নিলেন। শুধু তাই নয়, দর্শকদের উদ্দেশ্যে দীপিকা নিয়ে শাউট-আউট করেন দিলজিৎ। তারপরে দীপিকাকে গায়কের সঙ্গে 'লাভার' গানটা গাইতেও দেখা গেল।