বলিউডের গণ্ডি পেরিয়ে গ্লোবাল সাফল্যের মুকুটে নতুন পালক—দীপিকা পাড়ুকোনের নাম উঠল ২০২৬ সালের 'হলিউড ওয়াক অফ ফেম'-এর তালিকায়।
'হলিউড ওয়াক অফ ফেম'
শেষ আপডেট: 3 July 2025 08:04
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের গণ্ডি পেরিয়ে গ্লোবাল সাফল্যের মুকুটে নতুন পালক—দীপিকা পাড়ুকোনের নাম উঠল ২০২৬ সালের 'হলিউড ওয়াক অফ ফেম'-এর তালিকায়। এই প্রথম কোনও ভারতীয় অভিনেত্রী এই সম্মানে ভূষিত হতে চলেছেন। হলিউডের তারকামণ্ডলীর মধ্যে, যেখানে নাম তোলার স্বপ্ন দেখেন এমিলি ব্লান্ট, মাইলি সাইরাস, গর্ডন রামসের মতো তারকারা, সেখানে দীপিকার উপস্থিতি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত।
হলিউড চেম্বার অফ কমার্স ৩ জুলাই যে তালিকা প্রকাশ করেছে, তাতে 'মোশন পিকচার্স' বিভাগে দীপিকার নাম রয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন মারিয়ঁ কোটিলার্ড, র্যাচেল ম্যাক অ্যাডামস, এমিলি ব্লান্ট, গর্ডন রামসে, স্ট্যানলি টুসি-সহ একাধিক আন্তর্জাতিক তারকা।
সাবু দস্তগীর: দীপিকার আগে আরও এক ইতিহাস
তবে দীপিকা প্রথম ভারতীয় নন, যাঁর নাম 'হলিউড ওয়াক অফ ফেম'-এ জুড়ছে। তাঁর আগেই, ১৯৬০ সালে সম্মান পেয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত অভিনেতা সাবু দস্তগীর। ১৯২৪ সালে মহীশূরে জন্ম সাবুর। মাত্র ১৩ বছর বয়সে আমেরিকান পরিচালক রবার্ট ফ্ল্যাহার্টির নজরে পড়েন তিনি। এরপর 'এলিফ্যান্ট বয়' (১৯৩৭), 'দ্য থিফ অফ বাগদাদ' (১৯৪০), 'মোগলি', 'অ্যারাবিয়ান নাইটস'—এর মতো বহু ছবিতে অভিনয় করে হলিউডে জনপ্রিয়তা অর্জন করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাবু মার্কিন বিমানবাহিনীতে কাজ করেন টেইল গানার হিসেবে। ১৯৫৭ সালে তাঁকে ‘মাদার ইন্ডিয়া’ ছবির বিরজু চরিত্রের জন্য ভাবা হলেও, পরে সেই চরিত্রে অভিনয় করেন সুনীল দত্ত। ১৯৬০ সালে সাবুর নাম অন্তর্ভুক্ত হয় ওয়াক অফ ফেমে। তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে এই সম্মান লাভ করেন।
২০১৭ সালে দীপিকার হলিউড অভিষেক ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ’-এর মাধ্যমে, যেখানে তিনি ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করেন। যদিও তারপর তাঁকে আর হলিউড ছবিতে দেখা যায়নি, আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, কানের লাল গালিচা এবং টাইম ম্যাগাজিনের ‘Most Influential People’-এর তালিকায় তাঁর নাম যথেষ্ট প্রমাণ করে তাঁর গ্লোবাল উপস্থিতি।
সম্প্রতি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৮ ঘণ্টার কাজের দাবি তুলে বিতর্কের মুখে পড়েন দীপিকা। তবে অ্যাটলির ৬০০ কোটি টাকার প্রজেক্টে নায়িকার চরিত্রে চুক্তিবদ্ধ হয়ে তিনি ফের প্রমাণ করলেন, তিনি আজকের বলিউডের অন্যতম পরিণত ও প্রভাবশালী মুখ।