শেষ আপডেট: 26th December 2024 12:12
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন তাঁদের ছোট্ট মেয়ে দুয়া পাড়ুকোন সিংকে পাপারাজ্জিদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। তবে শর্ত একটাই, মেয়ের মুখ আপাতত আড়ালে রাখতে হবে। রণবীর-আলিয়ার মতোই, তাঁরা এখনও তাঁদের মেয়ের মুখ প্রকাশ করেননি। তবে দীপিকা মেয়ের প্রথম বড়দিন উদযাপনে কোনও খামতি রাখেননি। বড়দিনের রাতে সেই বিশেষ আয়োজনের এক ঝলক শেয়ার করেছেন বলিউডের 'ডিভা’, যা মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের।
৮ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর উৎসবের মধ্যেই কন্যাসন্তানের জন্ম দিয়ে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তাঁদের ছোট্ট রাজকন্যা, দুয়া পাড়ুকোন সিং, এখন তাঁদের জীবনের আলো। অভিনয় থেকে মা হওয়া, তারপরে দুয়াকে সামলানো। সবটাই নিজে সামলেছেন।
View this post on Instagram
দিওয়ালিতে মেয়ের নাম প্রকাশ করেন এই জনপ্রিয় দম্পতি। যদিও নাম নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাঁদের। অনেকেই প্রশ্ন তোলে, হিন্দু হয়েও কেন তাঁরা উর্দুভাষী নাম বেছে নিলেন? তবে এসব বিতর্কে কান না দিয়ে রণবীর-দীপিকা তাঁদের নতুন ভূমিকা প্যারেন্টহুড পুরোপুরি উপভোগ করছেন। বড়দিনে সেই বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি শেয়ার করে আরও একবার ভক্তদের মন জয় করেছেন বলিউডের এই তারকা জুটি।
দীপিকার শেয়ার করা ছবিতে দেখা গেল একটি বিশালাকার ক্রিসমাস ট্রি, যা সাজানো হয়েছে নানা রকম ঝলমলে কাগজ আর বলে। ট্রি-এর বিশেষ আকর্ষণ ছিল তাতে জ্বলজ্বল করা তিনটি নাম—রণবীর সিং, দীপিকা পাড়ুকোন এবং তাঁদের মেয়ে দুয়া পাড়ুকোন সিং। শীর্ষে রণবীরের নাম, তার নিচে দীপিকার নাম এবং শেষে ছোট্ট দুয়ার নাম নজর কেড়েছে নেটিজেনদের। সেই ছবির সঙ্গে দীপিকা একটি ছোট্ট ক্যাপশনে তাঁর আনন্দের কথা প্রকাশ করেছেন—'আমার মন ভরে উঠেছে।'
ছবিটি দেখে অনুরাগীরাও উচ্ছ্বাসে ভেসেছেন। কেউ শুভেচ্ছা জানিয়েছেন দুয়ার প্রথম বড়দিন উপলক্ষে, তো কেউ কমেন্ট করেছেন, 'এভাবে আর কতদিন আমরা শুধু দুয়ার নাম দেখবো। সামনে নিয়ে আসুন।' আরও এক ব্যক্তি লিখেছেন, 'আপনারা যেভাবে ব্যক্তিগত মুহূর্তগুলো গোপন রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়।'