শেষ আপডেট: 6th January 2025 21:00
কিছুদিন আগেই সাতপাকে বাঁধা পড়েছেন গায়ক দেবলীনা নন্দী। দীর্ঘদিনের প্রেমিক প্রবাহের সঙ্গে পেতেছেন সুখের সংসার। তবে বিয়ের কিছু দিন না যেতে না যেতেই কটাক্ষের মুখে দেবলীনা। স্বামী প্রবাহের একটি কথাকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল আলোচনা। কী বলেছেন দেবলীনার স্বামী?
সম্প্রতি দেবলীনার ভ্লগে দেখা যায়, বাড়ির দীর্ঘদিনের পরিচারিকার গায়ের রঙ নিয়ে হাসি-ঠাট্টা করেন প্রবাহ। এমনকি তাঁকে কালী-কেলটিসহ নানা বর্ণবৈষম্যমূলক ভাষাতেও ডাকেন তিনি। এর পরেই নিন্দের ঝড় ওঠে। এবার সেই ঘটনারই সাফাই দিতে দেখা গেল দেবলীনাকে। মুখ খুললেন স্বামীর হয়ে।
পরিচারিকাকে সঙ্গে নিয়ে একটি ভিডিয়ো করেন তিনি।
তাঁকে বলতে শোনা যায়, "ছোটবেলা থেকে এভাবেই মাসির সঙ্গে মজা করে ও। তাঁদের সম্পর্ক এমনই।" তাই না জেনে যারা স্বামীকে দুষছেন তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দেবলীনা। অন্যদিকে পরিচারিকাও ক্যামেরার সামনে মুখ খোলেন।
তাঁকে বলতে শোনা যায়, "বাবু আমার সঙ্গে ছোটবেলা থেকে এভাবেই কথা বলে। আমি কিছু মনে করিনি। আপনারা ওকে কিছু বলবেন না। ও খুব ভাল ছেলে। সবার সঙ্গে ভাল ব্যবহার করে ও।" যদিও চিঁড়ে ভেজেনি। সামাজিক মাধ্যমে একাংশের বক্তব্য, "একটা কথা কিছুতেই বুঝতে পারি না, সম্পর্ক যতই ভাল হোক না কেন কারও গায়ের রঙ নিয়ে এমন কথা বলা আদপে কতটা সমীচীন?" অনেকেই আবার দাবি করেছেন, সকলের সামনে প্রবাহ যেন ক্ষমা চান।