শেষ আপডেট: 9th September 2024 18:57
দ্য ওয়াল ব্যুরো: যৌন হেনস্থার অভিযোগ উঠেছে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে। কিছুদিন আগেই এক অভিনেত্রী পরিচালকের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। তার জেরে তাঁকে মহিলা কমিশন ডেকে পাঠিয়েছিল। আর সেই রেশ ধরেই তাকে সাসপেন্ড করেছে ডিরেক্টর্স গিল্ড।
এই ঘটনাকে কেন্দ্র করে দেবলীনা দত্ত সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'সময় সব বলে দেয়। সময়কে কখনওই চুপ করিয়ে রাখা যায় না।' এতদিন অভিনেত্রী কোনওভাবেই মুখ খোলেননি। কারণ অরিন্দম সম্পর্কে দেবলীনার তুতো ভাই হন। তবে এবার দ্য ওয়ালকে দেবলীনা বলেন, 'এতদিন এই নিয়ে কোনও কথা বলিনি। বার বার অনেক মেয়ের থেকে, বিভিন্ন ঘটনা শুনেছি। তাও চুপ থেকেছি।'
গত কয়েক বছরে একাধিক অভিনেত্রী অবশ্য অরিন্দমের বিরুদ্ধে নানা অভিযোগ আনলেও সে সবই অস্বীকার করে এসেছেন পরিচালক। তবে এবার সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে মুখ খুলছেন অনেক অভিনেত্রীরা। দেবলীনা বলেন, 'সম্পর্কে দাদা হয়। তাই আমি এত দিন এ বিষয়ে কিচ্ছু বলিনি। ওনার অসম্মান হবে, এমন কিছু নিয়ে লিখিওনি কখনও। তবে এবার তিনি নিজের সম্মান নিজেই হারিয়েছেন। তাই আজ আর রাগ হচ্ছে না। দুঃখ হচ্ছে। '