শেষ আপডেট: 17th March 2025 20:25
দ্য ওয়াল ব্যুরো: কেউ বলছেন 'প্লে বয়', কারও টিপ্পনি 'লেডিকিলার রোমিও'। বিগত এক সপ্তাহে বেশ কিছু নাম জুটিয়েছেন সায়ন্ত। হুড়মুড়িয়ে কমছে তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যাও। তিন প্রাক্তন প্রেমিকা তথা দেবচন্দ্রিমা সিংহ রায়, প্রিয়াঙ্কা মিত্র ও কিরণ মজুমদার একজোট হয়ে তাঁর বিরুদ্ধে এনেছেন একের পর এক অভিযোগ।
ইন্ডাস্ট্রিতে সায়ন্তর প্রথম প্রেমিকা দেবচন্দ্রিমা আগেই জানিয়েছিলেন যদি কিরণের ড্রোন ও মাইক সায়ন্ত ফেরত না দেন তবে আইনি পথে হাঁটবেন তিনি। সায়ন্ত ফেরত দিয়েছেন। এরই মধ্যে দেবচন্দ্রিমা ভক্তদের দাবি, সায়ন্তের জন্য তাঁর অনুভূতি এখনও নাকি মরেনি। শুধু কি তাই? প্রকাশ্যেই সায়ন্তকে 'সরি' ও বলতে দেখা গেল তাঁকে। কিন্তু কেন?
সায়ন্তের উদ্দেশে দেবচন্দ্রিমা বলেন, "আপনাকে যতটা চিনি আমি, জানি আপনার মানসিক অবস্থা এখন কী আছে। খারাপ লাগছে। তবে হতে পারে যতটা খারাপ আপনি আছেন বলে মনে করছি, ততটা খারাপ হয়তো নেই আপনি। আপনার সঙ্গে কথা বললে হয়তো আপনাকে বোঝাতাম আপনার ভুলটা কোথায়। এরকম কেন হয়ে গেলেন? আর হ্যাঁ, সঙ্গদোষে অঙ্গ নষ্ট। আপনার হয়তো এটাই হয়েছে।"
এখানেই না থেমে তাঁকে আরও বলতে শোনা যায়, "আপনাকে শত্রু বলে আজও আমি মনে করি না। অনেক মানুষের খারাপ করেছেন। ভগবান বোধহয় আপনাকে শেষ সুযোগ দিচ্ছে। আপনি শুধরে যান। আর এরকম করবে না। যা করেছি ভালবাসায় করেছি। সে সব হিসেব আমি চাইছি না। রেগে গিয়ে হয়তো অনেক কিছু বলে ফেলেছি। সেই জন্য আই অ্যাম সরি। এখানে আমি হিরো সাজতেও আসিনি। আমি চাই আপনি ভাল করে থাকুন। শুধু একটাই অনুরোধ আমার ও আপনার যাবতীয় ভ্লগগুলো আপনি মুছে ফেলুন আপনার চ্যানেল থেকে।" কথাগুলো বলতে গিয়ে গলা কেঁপে যায় দেবচন্দ্রিমার। আর তা থেকেই নেটিজেনদের একটা বড় অংশের ধারণা আজও অনুভূতি অক্ষত রয়ে গিয়েছে তাঁর।
যদিও এই দাবিকে নস্যাৎ করে দেবচন্দ্রিমার বক্তব্য, "একেবারেই নয়। এটা মনুষ্যত্ব। ভগবানের ভালগুলো নেওয়ার জন্য একজনকে উৎসাহিত করা। হ্যাঁ, আমি দেখেছি দোলের দিন ও ভাইদের সঙ্গে রঙ খেলেছে। ওর জায়গায় আমি হলে হয়তো সারাদিন নিজেকে ঘরের মধ্যে আটকে রাখতাম।" পাশপাশি দেবচন্দ্রিমা এও জানিয়েছেন, যদি সায়ন্তের ইউটিউব চ্যানেল থেকে তাঁর ভিডিয়ো না মোছা হয় ইয়তবে আইনি পথেও হাঁটবেন তিনি। তাঁর কথায়, "মা লক্ষ্মীর মা দুর্গা হতে খুব বেশি সময় কিন্তু লাগবে না"।