শেষ আপডেট: 30th September 2023 23:47
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলে যোগদানের পরই অভিনয় থেকে একেবারে সরেই গিয়েছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়। তবে কালের নিয়মে সেই রাজনীতিতেও দাঁড়ি টেনেছেন তিনি। এবং তারপর ফের দেবশ্রী ফিরে এসেছিলেন অভিনয়ে। তবে সিরিয়ালে। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি। ডেলি সোপে আট-নয়ের দশকের তারকা অভিনেত্রীকে ঠিক মেনে নেননি দর্শকরা। ফলত অল্পদিনেই টিআরপি তলানিতে এবং সিরিয়াল বন্ধ! কিন্তু দেবশ্রী তো এত সহজে দমে যাওয়ার পাত্রী নন। আর তাই এবার তিনি শুরু করছেন নতুন অধ্যায়। শুরু করতে চলেছেন কেমিস্ট্রি পড়ানো। এবং সেটা ওয়েব দুনিয়ায়।
‘সর্বজয়া’ সিরিয়ালের মাধ্যমে প্রায় আড়াই দশক পর টিভির দুনিয়ায় কামব্যাক করেছিলেন দেবশ্রী। কিন্তু মাত্র ৯ মাসেই শেষ হয়ে যায় সেই সিরিয়াল। তারপর আবার লাইমলাইট থেকে দূরে সরে গিয়েছিলেন দেবশ্রী। তবে এই দূরে সরে যাওয়া সাময়িক। এবার তিনি ফিরছেন আরও এক নতুন মাধ্যমে। ওটিটি-র পর্দায়। অভিনেত্রী দেবশ্রী রায়কে দেখা যাবে সৌরভ চক্রবর্তীর আসন্ন ওয়েব সিরিজ ‘কেমিস্ট্রি মাসি’তে। শুক্রবার বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ নিজেদের পরবর্তী ২৪টি অরিজিন্যাল কনটেন্টের তালিকা ঘোষণা করেছে। আর সেই তালিকাতেই অন্যতম চর্চিত সিরিজ ‘কেমিস্ট্রি মাসি’।
উল্লেখ্য, দেবশ্রী রায় বরাবরই খুব বেছে কাজ করেন। একটা সময় দাঁড়িয়ে তিনি যেমন ‘কলকাতার রসগোল্লা’ গানে কোমর দুলিয়েছেন, ঠিক তেমনই ঋতুপর্ণ ঘোষের সিনেমায় অভিনয় করে জাতীয় পুরস্কারও জিতেছেন। মাঝে একটা সময় সক্রিয় রাজনীতিতে নেমে অভিনয় প্রায় বন্ধই করে দিয়েছিলেন। কিন্তু এখন সেই রাজনীতিকেও বিদায় জানিয়েছেন তিনি। আর তাই একেবারে নতুন কিছু না হলে অভিনয়ের প্রস্তাবে হ্যাঁ বলছেন না। অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এই সিরিজের গল্প নাকি বেশ মনে ধরেছে দেবশ্রীর। আর তারপরই পরিচালককে সম্মতি দিয়েছেন অভিনেত্রী।