শেষ আপডেট: 24th September 2023 10:54
দ্য ওয়াল ব্যুরো: প্রবীর রায়চৌধুরী বা ডিসিডিডি পোদ্দার শুধু নন, সঙ্গে ফিরল ভাত-ডাল-বিরিয়ানি, চিকেন চাউমিন-চিলি ফিশও। পুরনো সমস্ত মশলাকে এক জায়গায় এনে জবরদস্ত এক রান্নার ইঙ্গিত দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। মুক্তি পেল তাঁর পরবর্তী ছবি 'দশম অবতার' (Dawshom Awbotaar)-এর ট্রেলার। যা দেখে দীর্ঘদিন পর আবার পরিচালককে নিয়ে আশায় বুক বাঁধতে শুরু করেছেন সিনেমাপ্রেমীরা।
তবে বহু বছর ধরে যেহেতু পরিচালকের একটার পর একটা ছবি নিয়ে হতাশ হয়েছেন দর্শকদের একাংশ, তাই রয়েছে আশঙ্কাও। আর সেই আশা-আশঙ্কার দোলাচলের মধ্যেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সৃজিত কি এবার তাহলে রাজকীয় প্রত্যাবর্তন করবেন? কারণ 'টলিউডের ফার্স্ট বয়' যদি পুজোর বক্স অফিসের অঙ্কে জিততে না পারেন, তাহলে সেটা বড় ব্যর্থতা হিসাবেই গণ্য করা হবে।
এবার আসা যাক ছবির বিষয়ে। শনিবার পরিচালকের জন্মদিন উপলক্ষে ঘরোয়াভাবে ট্রেলার লঞ্চের অনুষ্ঠান আয়োজন করেছিল প্রযোজনা সংস্থা। সেখানে যাঁরা 'দশম অবতার'-এর ট্রেলার দেখেছেন, সবাই প্রায় একবাক্যে স্বীকার করেছেন যে, থ্রিলার আর সাসপেন্সের ককটেলে একটা অনবদ্য রান্নার ইঙ্গিত দিয়েছেন পরিচালক। রবিবার সেই ট্রেলার আনুষ্ঠানিকভাবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর সেই একইরকম উন্মাদনা দেখা গেল আপামর সিনেমাপ্রেমীদের মধ্যেও।
বাংলায় এই প্রথম কপ ইউনিভার্স তৈরি হচ্ছে, আর সেটাও সৃজিতের হাত ধরেই। এত বড় প্রজেক্ট, তাই পরিচালকও ফিরিয়ে এনেছেন তাঁর পুরনো সৈন্যদের। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত ও জয়া আহসান- ছবির প্রধান চারজনই সৃজিতের কাছের এবং পছন্দের তালিকায় শীর্ষে। আর এই চারজনই আলাদা আলাদাভাবে নজর কাড়ল ট্রেলারেই। ৩ মিনিট ১৫ সেকেন্ডের এই ট্রেলারেই বুঝিয়ে দেওয়া হয়েছে, কে আসল খুনি। তাই গল্প এগোবে কেন সে খুন করছে সেই রহস্যের সমাধান করতে করতে।
ট্রেলারে প্রবীর রায়চৌধুরী, অর্থাৎ প্রসেনজিতের গলায় আবার শোনা গেল সেই উক্তি- 'বাবু নই, স্যার। আমি মুদির দোকান চালাই না।' আবার ঠিক একইভাবে ডিসিডিডি পোদ্দার, অর্থাৎ অনির্বাণের মুখে ফিরে এল 'দ্বিতীয় পুরুষ' ছবির চিকেন চাউমিন-চিলি ফিশ প্রসঙ্গও। আর এখানেই আসল ধোঁয়াশা জিইয়ে রেখেছেন পরিচালক। যার উত্তর পাওয়া যাবে সিনেমাতেই। জয়ার চরিত্রটি সেভাবে ট্রেলারে খোলসা না করলেও চমক রয়েছে যীশুর চরিত্রটিতে। কখনও নিজেকে সে বলছে বিষ্ণুর দশম অবতার, আবার কখনও সে বলছে, সমাজ থেকে পাপ বিদায় করতেই তাঁর পৃথিবীতে আবির্ভাব। এই চরিত্রটি যে 'কাল্টিভেট' করার মতো, তা পরিষ্কার।
এর পাশাপাশি ট্রেলারে শোনা গিয়েছে দু'টি গানও। রুপম-অনুপম জুটি আবারও একবার একসঙ্গে কাজ করল এই ছবিতে। তাঁরাও যে সৃজিতের পুরনো সৈন্য, সে কথা বলার অপেক্ষা রাখে না। 'বাইশে শ্রাবণ'-এর প্রতিটি গান আজও মানুষের মুখে মুখে ফেরে। এবার এই ছবির গানে সঙ্গীত পরিচালক অনুপম রায় কেমন ম্যাজিক দেখান, সেদিকে নজর থাকবে।
তবে সবকিছুর পরেও সবার চোখ একজনের দিকেই। তিনি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। 'দ্বিতীয় পুরুষ' ছবিতে তিনি শাহরুখ খানের কামব্যাকের ভবিষ্যদ্বাণী করেছিলেন। যে সংলাপ বর্তমানে প্রায় মিথের পর্যায়ে পৌঁছে গিয়েছে। এবার সৃজিত নিজের কামব্যাকের চিত্রনাট্য লিখতে পারেন কিনা, সেটাই আসল বিষয়।
বসুবাটিতে 'দশম অবতার'-এর পোস্টার লঞ্চ! সৃজিত উস্কে দিলেন 'বাইশে শ্রাবণ'-এর স্মৃতি