তুমি নাকি আপনি, দাদা নাকি নাম ধরে? জন্মদিনে শাকিব খানকে নিয়ে দ্য ওয়ালে অকপট ইধিকা-দর্শনা
সাম্প্রতিক কালে যে দু'জন শাকিবের সঙ্গে কাজ করার জন্য রয়েছেন আলোচনায় তাঁরা হলেন ইধিকা পাল ও দর্শনা বণিক। শাকিবের জন্মদিনে দ্য ওয়ালে অকপট এই দুই সুন্দরী।
উইকিপিডিয়া বলছে ৪৬ বছর পূর্ণ করলেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। গোটা ঢালিউডের 'বস' তিনি। কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবন-- শাকিব খান থাকেন আলোচনায়। বাংলার বহু নায়িকা করেছেন তাঁর সঙ্গে। তবে সাম্প্রতিক কালে যে দু'জন শাকিবের সঙ্গে কাজ করার জন্য রয়েছেন আলোচনায় তাঁরা হলেন ইধিকা পাল ও দর্শনা বণিক। শাকিবের জন্মদিনে দ্য ওয়ালে অকপট এই দুই সুন্দরী। শাকিব মানুষটা কেমন? সেলিব্রিটি বায়নাক্কা রয়েছে? অল্পের রেগে যান? শাকিবকে কী বলে ডাকেন তাঁরা? ছোট্ট আলাপচারিতায় ওঁরা খেললেন স্ট্রেটকাট...
ইধিকা পাল
ছোট পর্দার হিরোইন ছিলেন। শাকিব খানের সঙ্গে একটা ছবিই বদলে দিয়েছে তাঁর কেরিয়ার। এই বাংলার প্রযোজকদের হাতে উত্থান হয়নি তাঁর। খ্যাতি এসেছে ওপার থেকেই। যে জোয়ারে এখন ভাসছে দুকূল থুড়ি দুই দেশ। 'প্রিয়তমা' পর আসছে 'বরবাদ'। শাকিবের প্রসঙ্গ আসতেই দরাজ ইধিকা। বললেন, "শাকিব খুব চুপচাপ। এমন নয় যে সেটের মধ্যে হেসে বেড়াচ্ছে, তবে কাজের প্রসঙ্গ এলেই ভীষণ ফোকাসড। আমার আর শাকিবের প্রথম ছবির সময় আমি খুবই নতুন। ও তারকা বলে আমাকে ভীষণ রেলা দেখাবে, এরকমটা কিন্তু হয়নি। গাইড করেছে, ভুল হলে বলেছে। তবে শাকিব শিল্পীকে কাজের স্বাধীনতা দেয়। আমার মতো নবাগতাকেও সেই স্বাধীনতা দিয়েছে। ওর খুব ভাল গুণ, ভীষণ স্পেস দেয়। অনেকেই ভাবতে পারেন, উনি সুপারস্টার, সেটের বাকিদের সঙ্গে কি খারাপ ব্যবহার করেন? টেকনিশিয়ান থেকে জুনিয়র আর্টিস্ট সবার সঙ্গেই ভাল ব্যবহার করতে দেখেছি। তবে মানুষটা বরাবরই নিজের জোনে থাকেন, নিজের মধ্যে থাকেন।"
যে কোনও অভিনেত্রীর ক্ষেত্রেই সহ অভিনেতা তখনই কাছের হয়ে ওঠেন যদি দু'জনের মধ্যে কমফোর্ট জোনের বিকাশ হয়? শাকিব ইধিকাকে সেই স্বাচ্ছন্দ্য দিতে পেরেছিলেন? এক মুহূর্ত চিন্তা না করেই ইধিকা যোগ করলেন, "একদমই। ভীষণ ভাবে। কখনওই আনকমফোর্টবল কিছু ফিলই করিনি।" বাংলাদেশে 'আপনি' বলার রেওয়াজ রয়েছে। শাকিব ইধিকার কাছে 'আপনি' নাকি 'তুমি'? 'স্যর' 'দাদা' নাকি শুধুই শাকিব? নায়িকার উত্তর, "আমি ওকে নাম ধরে তুমি বলেই ডাকি। আমার মনে হয় না দাদা বললেই শুধু সম্মান দেওয়া হয়। মানুষের ব্যবহারই বলে দেয় সম্পর্কে কতটা শ্রদ্ধা রয়েছে। ওঁর প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা রয়েছে। সেই শ্রদ্ধা ব্যক্ত করার ক্ষেত্রে দাদা বলে ডাকার দরকার পড়েনি।"
দে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত দু’টি ছবি— ‘বরবাদ’ এবং ‘অন্তরাত্মা’। 'অন্তরাত্মা'য় শাকিবের বিপরীতে দর্শনা। এটিই তাঁর প্রথম ছবি। ২০২১ সালে বাংলাদেশের পাবনা জেলায় ছবির শুটিং হয়েছিল। সুপারস্টারের জন্মদিনে সেই স্মৃতিই হাতড়ালেন নায়িকা। তাঁর কথায়, "জানেন, ওর মধ্যে না একটা ব্যাপার আছে। সেটে যখন ঢুকছেন, বোঝা যায় কেউ একজন বড় মাপের ঢুকছেন। স্টারডমটা মারাত্মক। তবে বায়নাক্কা দেখিনি। ভাল অভিনেতা। টেকনিক্যালি ভীষণ স্ট্রং। অ্যাটিটিউড সমস্যা একেবারেই নেই।"
দর্শনার মুখেও কমফোর্ট জোন! জানালেন সে দিন থেকে শাকিবের তুলনা নেই। তুমি নাকি আপনি, দাদা নাকি শুধুই শাকিব? এই প্রশ্ন করা হয়েছিল তাঁকেও। হালকা হেসে নায়িকার উত্তর, "আমি তো তুমিই বলি, নাম ধরে শাকিব বলেই ডাকি।"