শেষ আপডেট: 24 January 2024 07:04
দ্য ওয়াল ব্যুরো: মার্চ ২০ তারিখ লস এঞ্জেলস অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব সিনেমার সবচেয়ে বড় অনুষ্ঠান দ্য অস্কারস। প্রতি বছর ভারত থেকে বহু সিনেমা অস্কার কমিটির কাছে জমা দেওয়া হয়। তবে খুব কম ছবিই মনোনয়ন পায়।
২০২৩ সালে ৯৫তম অস্কারে ভারতীয় সিনেমা 'আরআরআর' অস্কার জেতে। এস এস রাজামৌলি পরিচালিত এই ছবির গান 'নাটু নাটু' পুরস্কার পায় অরিজিনাল সঙ্গীত বিভাগে।
২০২৪ সালের অস্কারের জন্য ভারত থেকে বেশ কিছু সিনেমা পাঠানো হয়েছিল। তারমধ্যে ডানকি, ১২ ফেল, রকি অর রানি কী প্রেম কাহানি, দ্য কেরালা স্টোরি, ২০১৮ সহ মোট ১২টি সিনেমা ছিল। তবে একটিও অস্কারের মনোনয়ন পর্ব থেকে প্রধান তালিকায় যেতে পারেনি। প্রথম পাঁচে যাওয়ার আগেই সেগুলি বাতিল হয়ে যায়। তাই এই বছর অস্কারে কোনও ভারতীয় সিনেমার নামই শোনা যাবে না।
বিশ্বের ৮৮টি দেশ থেকে ফিচার ফিল্ম জমা দেওয়ার নিয়ম আছে অস্কারে। এবছর ১২টি ছবির মধ্যে মনোনয়নের খুব কাছাকাছি পৌঁছায় '২০১৮- এভরিওয়ান ইজ হিরো'। এটি ভারত থেকে অফিসিয়াল এন্ট্রি ছিল। কিন্তু প্রথম পনেরোটি সিনেমার মধ্যে পৌঁছাতে পারে না এই মালায়লাম সিনেমা। বেশ অনেক দূর পৌঁছেও শেষ মুহূর্তে বাদ পড়ে বলে সূত্রের খবর।
সিনেমাটিতে অভিনয় করেছেন দক্ষিণের অভিনেতা তভিনো থমাস। ২০১৮ সালে কেরালার বন্যা নিয়ে এই সিনেমার কাহিনী। মুক্তির পর সবার পছন্দের সিনেমা হয়ে ওঠে এটি। প্রায় ২০০ কোটিরও বেশি লাভ করে। তবে অস্কারের মূল পর্বে এই ছবিটিরও জায়গা হয়নি দেখে আশাহত হলেন ভারতের সিনেপ্রেমীরা।
২০২৩ সালের অস্কারে, 'আরআরআর' সহ 'দ্য এলিফ্যান্ট হুইস্পারস' ডকুমেন্টারিটিও অস্কার পায়। মোট ৫টি সিনেমা অস্কারের জন্য মনোনীত করা হয়। বিভিন্ন দেশ থেকে সিনেমা অস্কার কমিটির কাছে জমা পড়ে বলে প্রতিযোগিতাও হয় টানটান। তাই শেষ পাঁচে পৌঁছানো বেশ কঠিন। ২০০১ সালে টপ ৫-এর মধ্যে ছিল 'লগন'। তারপর ২০২৩-এ দুটি ছবির দৌলতে ভারতের ঝুলিতে আবার অস্কার আসে।