শেষ আপডেট: 10th November 2023 21:01
দ্য ওয়াল ব্যুরো: টলিউড হোক বা বলিউড, পুরুষ কপ চরিত্র কম নেই। বলিউডে বাজিরাও সিংহম, চুলবুল পাণ্ডে যেমন আছেন, তেমনই টলিউডে আছেন প্রবীর রায়চৌধুরী বা ডিসিডিডি পোদ্দার। কিন্তু মহিলা কপ! খুঁজলে পাওয়া যাবে একেবারেই হাতেগোনা। হিন্দিতে দু-একটা থাকলেও বাংলায় প্রায় নেই।
এই নেই রাজ্যেই হঠাৎ এসে পড়েছেন ‘সাবিত্রী মণ্ডল’, ওরফে দামিনী বেণী বসু। জি ফাইভে সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘ছোটলোক’-এর অন্যতম প্রধান চরিত্র এই সাবিত্রী। সিরিজে গৌরব চক্রবর্তী, ইন্দ্রাণী হালদারের মতো নামী শিল্পীরা থাকলেও দামিনী একাই লাইমলাইট নিজের দিকে টেনে নিয়েছেন।
সিরিজে এক ছাপোষা মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে বেণীকে। দর্শকদের মতে, তাঁর অভিনয় এতটাই বাস্তবোচিত যে, মনে হচ্ছে সত্যিই কোনও পুলিশ অফিসারকে সামনে দেখছেন তাঁরা। সে একাধারে ঘর সামলাচ্ছে, স্বামীর সঙ্গে মদ খাচ্ছে, আবার প্রয়োজনে লাঠি হাতে দুষ্কৃতী দমন করছে।
সম্পূর্ণ থ্রিলারধর্মী সিরিজ এই ‘ছোটলোক’। তাতে বাস্তবের ছাপ একেবারে স্পষ্ট। এই সিরিজে যেমন প্রেম রয়েছে, তেমনই রয়েছে রাজনীতি। রয়েছে পুলিশে চাকরির বিভিন্ন দিক, অপরাধ ও তাঁর জটিল রহস্য। তবে এই সবকিছুকে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু একজনই—তিনি হলেন দামিনী বেণী বসু।
একেবারে সাদামাটা একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তাঁর চালচলন, কথাবার্তা—সবেতেই এই সাধারণত্ব ফুটে উঠেছে। তাই শুধু সাধারণ দর্শকরা নন, টলিউড ইন্ডাস্ট্রিতেও দামিনীর অভিনয় নিয়ে তুমুল প্রশংসা হচ্ছে। ডি গ্ল্যাম লুকে দামিনীই ‘ছোটলোক’-এর মূল আকর্ষণ, বলছেন সবাই।