চেন্নাইয়ে এক জমকালো অনুষ্ঠানে সংস্থার লোগো ও নাম প্রকাশ করেন রায়নার পুরনো সতীর্থ, সিএসকে-র শিবম দুবে। যদিও রায়না নিজে উপস্থিত থাকতে পারেননি, তিনি ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন আমস্টারডাম থেকে।
সুরেশ রায়না
শেষ আপডেট: 6 July 2025 14:38
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা, চেন্নাই সুপার কিংসের প্রিয় 'চিন্না থালা' সুরেশ রায়না এবার অভিনেতা! জনপ্রিয় এই ক্রিকেটার তামিল ছবির মাধ্যমে ডেবিউ করতে চলেছেন সিনেপাড়ায়। ছবির নাম এখনও প্রকাশ্যে আসেনি, তবে খবর, পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক লোগান।
এই ছবির বিষয়বস্তুও রায়নার হৃদয়ের খুব কাছের—ক্রিকেট। অর্থাৎ ক্রিকেটার হিসেবে মাঠ কাঁপিয়ে এবার সিনেমায় নিজের জীবনের কাছাকাছি একটি চরিত্রে দেখা যাবে তাঁকে।
চেন্নাইয়ে এক জমকালো অনুষ্ঠানে সংস্থার লোগো ও নাম প্রকাশ করেন রায়নার পুরনো সতীর্থ, সিএসকে-র শিবম দুবে। যদিও রায়না নিজে উপস্থিত থাকতে পারেননি, তিনি ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন আমস্টারডাম থেকে। এই মুহূর্তে সেখানেই তিনি পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন।
কেন তামিল ভাষা এবং কেন DKS—এই প্রশ্নের উত্তরে রায়না বলেন, “এই ছবির গল্পটা যখন পরিচালক শোনালেন, মনে হল এটা আমাদেরই গল্প। আর ক্রিকেট যদি হয়, তাহলে তো এটা তামিলনাড়ু থেকেই শুরু হওয়া উচিত। কারণ সিএসকের হয়ে এত ম্যাচ খেলেছি, এখানকার মানুষের ভালবাসা আমার হৃদয়ে গাঁথা।”
মজার ছলে তাঁকে জিজ্ঞাসা করা হয়, অভিনেতা হলে তিনি কেমন হতেন—তখন রায়নার উত্তর, “আমি তো ভাল গায়ক হতাম! গিটারে টুং টাং করতাম, ডোসা বানাতাম টিমমেটদের জন্য, রসাম-ভাত খেয়ে আরাম করতাম! স্ট্রেসে থাকতাম না একদম।”
শিবম দুবেকে যখন একই প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন—রোম্যান্টিক হিরো! সেই প্রসঙ্গ টেনে রায়না হেসে বলেন, “ও হোক রোম্যান্টিক অভিনেতা, আমি হব রোম্যান্টিক গায়ক। জুটিটা জমে যাবে!”