শেষ আপডেট: 29th January 2025 12:34
দ্য ওয়াল ব্যুরো: গত বছর উত্তাল হয়েছিল ফেডারেশন বনাম পরিচালক তরজায়। অভিনেতা রাহুল মুখোপাধ্যায়ের ছবিকে কেন্দ্র করে শুরু হয়েছিল জোর বিতর্ক। বছরের শুরুতেও ফের আলোচনায় এল সেই ফেডারেশন। এ বারের সমস্যা ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিকে ঘিরে। জানা যায়, জানুয়ারি মাসে উত্তরবঙ্গে কৌশিকের (Kaushik Ganguly) নতুন ছবির শুরু হওয়ার শুটিং ছিল। কিন্তু তা হয়নি। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেছিলেন ‘টেকনিশিয়ান লিস্ট নিয়ে একটু সমস্যা রয়েছে।
‘দ্য ওয়াল’ কথা বলে ছবির প্রযোজক প্রদীপ নন্দীর সঙ্গে, তিনি বলেন, ‘গোটাটাই পরিচালক জানেন এবং দেখছেন। আশা করি, যা সমস্যা তা শীঘ্রই মিটে যাবে,’ তবে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া মেলেনি। তিনি ফোন তোলেননি। তাই তাঁর বক্তব্য অধরাই থেকে গিয়েছে। আর সমস্যার সমাধানের বিষয়টি ঠিক কোন দিকে এগোল তাও জানা যায়নি।
জানা গেল মঙ্গলবার, অর্থাৎ ২৮ তারিখ। কৌশিকবাবু (Kaushik Ganguly) তাঁর ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করেন। নববর্ষের শুভেচ্ছাবার্তা দিয়ে ভিডিওটি শুরু করেন কৌশিক। তিনি বলেন, ‘কিছু টেকনিক্যাল কারণে আমার ছবির শুটিং পিছিয়ে যায়, সেই সমস্যা মিটে গিয়েছে। ফেডারেশন এবং টেকনিশিয়ান গিল্ড সদস্যদের সঙ্গে বসে সমস্যার সমাধান হয়েছে।’ তিনি স্বীকারও করে নেন, পরিচালকের কিছু বক্তব্যে টেকনিশিয়ানদের একাংশ দুঃখ পেয়েছে, অভিমান করেছে, ‘আমি ওদের সামনাসামনি বসে, কী কারণে, কী বিষয়ে, কোন পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলেছি। তাঁরা বুঝতে পেরেছেন, এবং আমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি ছিল তা সমস্ত মিটে গিয়েছে।’ কৌশিক এও বলেন, ‘বাংলা সেরা টেকনিশিয়ান এবং কলাকুশলীদের নিয়ে ছবির কাজ শুরু করতে চলেছি। এটাই এই বছরের প্রথম বাংলা ছবি যার কাজ আমরা শুরু করতে চলেছি।’
দ্য ওয়াল-এর পক্ষ থেকে পরিচালকের ভিডিও প্রসঙ্গে নিয়ে ফোনে ধরা হয় ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসকে। তিনি বলেন, ‘আলোচনা এখনও চলছে। আলোচনাতেই বেরিয়ে আসবে সমাধানসূত্র। আলোচনাই সমাধানের পথ। যাঁরা এটা বোঝেননি, তাঁরা এখন বুঝতে পারছেন।’ প্রশ্ন করা হল, কী মনে হয় এই সমাধান কি অচিরে মিলবে? ‘আমি জ্যোতিষ নই, তাই কী হবে তা বলতে পারছি না!’
একদিকে পরিচালক বলছেন, সব মিটমাট হয়ে গিয়েছে, আর ঠিক বিপরীত দিকে ফেডারেশন সভাপতি বলছেন. আলোচনা চলছে। আদৌ কি ছবির শুটিং শুরু করতে পারবেন কৌশিক? এও শোনা যাচ্ছে, ‘জংলা’ যে ছবি নিয়ে এই বিবাদ। তা বেশ বড় বাজেটের ছবি। প্রত্যেক দিনই প্রায় ৪০০-৫০০ অভিনেতা অভিনয় করবেন। মোটা অঙ্কের টাকা খরচ হয়ে গিয়েছে। শুটিং শুরুর আগে ফেডারেশনের সঙ্গে সমস্যা তৈরি হওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন প্রযোজক প্রদীপ নন্দীও।
যে ছবি নিয়ে এই বিস্তর আলোচনা, তাও তো এক আলোচ্য বিষয়। ছবির বিষয়বস্তু অজানাই তবে পটভূমি একেবারে খাস জঙ্গল। নর্থ বেঙ্গলের গোটা সবুজ বিস্তৃত জঙ্গল ধরা পড়বে ক্যামেরার লেন্সে। এই জঙ্গল নিয়েই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবির নাম। ‘জংলা’। ছবির বেশিরভাগ শুটিং হবে ডুয়ার্সের জঙ্গলে। ফেডারেশন এবং পরিচালকের যে সংঘাত চলছে, তা ‘সত্যিকারের’ মিটমাট হলে আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে ‘জংলা’র শুটিং। এক মাস চলবে শুটিং। তারপর কলকাতার ভিন্ন লোকেশনে শুরু হবে ছবির শুটিং।