Latest News

বিজ্ঞান, না বিশ্বাস, জিতবে কে? উত্তর দেবে ‘গৌরী এলো’

দ্য ওয়াল ব্যুরো: চেনা বিষয়ের গণ্ডী পেরিয়ে অন্যরকম বিষয় নিয়ে শুরু হয়েছে জি বাংলা চ্যানেলের বেশ কয়েকটা নতুন ধারাবাহিক। সেই তালিকার নবতম সংযোজন হতে চলেছে নতুন ধারাবাহিক ‘গৌরী এলো’। প্রোমো প্রকাশ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর গোড়াতেই দর্শকদের নজর কেড়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকটি তৈরি হচ্ছে ক্রেজি আইডিয়াস মিডিয়াজ ব্যানারে।‘গৌরী এলো’র প্রোমো দেখে নায়িকাকে খুব চেনা মনে হয়েছে দর্শকদের অনেকেরই। চেনা মুখ, তাও যেন ঠিক বুঝে ওঠা যাচ্ছিল না। অবশেষে জানা গেল, এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শোয়ের অন্যতম প্রতিযোগী মোহনা মাইতি। এই ধারাবাহিকে তাঁকে নামভূমিকায়, মানে নায়িকা গৌরীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।ধারাবাহিকে গৌরীর বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। বিশ্বরূপকে এর আগে ‘দুর্গা দুর্গেশ্বরী’ ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তরুণ জুটির পাশাপাশি এই ধারাবাহিকে নানা ভূমিকায় অভিনয় করছেন ভাস্বর চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেন বা ঋ, চান্দ্রেয়ী ঘোষ প্রমুখ। এই প্রথম কোনও ধারাবাহিকে ভাস্বর-ঋ জুটি বেঁধেছেন। আবার এই ধারাবাহিকের হাত ধরে প্রযোজনা ও পরিচালনার দায়িত্বে ফিরছেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। প্রোমো দেখে মনে হয়, ভক্তি আর সংস্কারের আবর্তে বেশ জটিল হয়ে উঠবে ধারাবাহিকের গল্প। কাহিনির নায়ক ঈশান, অর্থাৎ বিশ্বরূপ পেশায় একজন ডাক্তার । সে বিজ্ঞানমনস্ক ছেলে, ঠাকুরদেবতায় একেবারে বিশ্বাসী নয়। বলা চলে, একজন আদ্যোপান্ত নাস্তিক মানুষ সে। তার কাছে পুজো আর্চা, ঈশ্বরবিশ্বাস সবই বুজরুকি ছাড়া আর কিচ্ছু নয়। অন্যদিকে আবার নায়িকা গৌরী ঠাকুরঅন্ত প্রাণ। মা কালীর ভক্ত সে। দুই বিপরীতধর্মী মানসিক চিন্তাধারার দুজন মানুষের সংঘাত কী আকার নিতে পারে, আস্তিক এবং নাস্তিকের এই লড়াই কোন পর্যায় পৌঁছায়, ধারাবাহিকে সেটাই দেখার। ২৮ ফেব্রুয়ারি থেকে সন্ধ্যে ৭.৩০ মিনিটে এই ধারাবাহিক সম্প্রচারিত হবে। অনেকেই মনে করছেন এই ধারাবাহিক ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের সেকেন্ড পার্ট। সত্যিই কি তাই? জানতে হলে, আরও কিছুটা ধৈর্য ধরতে হবে দর্শকদের।

You might also like