শেষ আপডেট: 3rd December 2024 22:23
দ্য ওয়াল ব্যুরো: নিখোঁজ মুম্বইয়ের জনপ্রিয় কমেডিয়ান সুনীল পাল। একটি শো করার জন্য মুম্বইয়ের বাইরে গিয়েছিলেন তিনি। সুনীলের ফেরার কথা ছিল মঙ্গলবার। কিন্তু তিনি ফেরেননি। তারপর থেকে কোনও খোঁজ মেলেনি সুনীলের। এমনকী, তাঁকে ফোনেও পাওয়া যাচ্ছে না। শোয়ের জন্য মুম্বইয়ের বাইরে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।
দীর্ঘক্ষণ খোঁজ না পাওয়ায় মঙ্গলবার মুম্বইয়ের সান্তাক্রুজ থানার দ্বারস্থ হন কৌতুক অভিনেতার স্ত্রী সরিতা। তাঁর মতে, শো সেরে বাড়ি ফেরার কথা ছিল সুনীলের। একটি শো করতে মুম্বইয়ের বাইরে গিয়েছিলেন তিনি। মঙ্গলবারই মুম্বই ফেরার কথা ছিল তাঁর। কিন্তু মঙ্গলবার তিনি ফেরেননি। অনেকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি। বন্ধ পাওয়া গিয়েছে ফোন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, একাধিক লোক সুনীলের ফোন ব্যবহার করে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং টাকা চেয়েছেন। এই প্রসঙ্গেও তাঁর স্ত্রী অভিযোগ দায়ের করেছেন সান্তাক্রুজ থানায়। সুনীলের এবার নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়েছেন তাঁর অনুরাগীরা। পুলিশ ইতিমধ্যেই অভিনেতার সন্ধান শুরু করেছে। সুনীলের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে তাঁর সম্পর্কে তথ্য জোগাড় করার চেষ্টা চলছে।
২০০৫ সালে 'দ্য গ্রেট ইন্ডিয়া লাফটার চ্যালেঞ্জ'- এই নন-ফিকশন কমেডি শোতে নজরে আসেন সুনীল পাল। তিনি তাঁর রসিকতা দিয়ে মুগ্ধ করেছিলেন দর্শকদের। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাঁর ফ্যান-ফলোয়ারদের সংখ্যা। সুনীল পালকে দেশের প্রথম সারির কৌতুক অভিনেতা হিসাবে গণ্য করা হত একটা সময়। ইদানিং অবশ্য মূলস্রোত থেকে অনেকটাই সরে গিয়েছেন তিনি। শুধুমাত্র স্ট্যান্ড-আপ কমেডির জগতেই নয়, সুনীল পাল কৌতুক অভিনেতা হিসেবেও দর্শকদের মন জয় করেছেন বারবার।