শেষ আপডেট: 16th November 2024 16:51
দ্য ওয়াল ব্যুরো: ৮ বছর পর ভারতে কনসার্ট করতে চলেছে কোল্ড প্লে। ৮টা বছর অপেক্ষায় ছিল দেশবাসী। প্রিয় মিউজিক ব্যান্ডের কনসার্ট হবে এই ঘোষণা শোনার পর থেকে কার্যত প্রহর গুনছিলেন সকলে। প্রথমে মুম্বই তারপর আহমেদাবাদে শো। টিকিট বিক্রি শুরু হয় শনিবার সকালে। মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট। তারপর আয়োজকদের তরফে আহমেদাবাদেই আরেকদিন কনসার্টের ঘোষণা করা হয়। যা শোনার পর টিকিট কাটার হিড়িক লেগে যায়।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৫-এর ২৫ জানুয়ারি শো রয়েছে কোল্ড প্লের। যার টিকিট বিক্রি শুরু হয় আজ, শনিবার সকালে। কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায় সব টিকিট। তারপর আয়োজকদের তরফে জানানো হয়, ২৬ জানুয়ারি আরেকটি কনসার্টের আয়োজন করা হয়েছে। এই দ্বিতীয় দিনের কনসার্টের টিকিট বিক্রি শুরু হয় শনিবারই দুপুর ১টার সময়।
আহমেদাবাদে দ্বিতীয় কনসার্টের কথা এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয় কোল্ড প্লের তরফে। সেখানেই জানানো হয় শনিবার দুপুর ১টায় টিকিট বিক্রি শুরু হবে এই কনসার্টের।
জানুয়ারিতে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কনসার্ট রয়েছে 'কোল্ড প্লে'-র। টিকিট নিয়ে কার্যত কাড়াকাড়ি অবস্থা হয় সেপ্টেম্বরে। এই সুযোগকে কাজে লাগিয়ে কালোবাজারি হয়। ২ হাজার ৫০০ টাকার টিকিট ৩ লক্ষ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়েছে অবৈধভাবে। এমন অভিযোগ ওঠে। এই কালোবাজারির কথা মাথায় রেখেই আহমেদাবাদের কনসার্টের টিকিট বিক্রি শুরুর আগে বুক মাই শো-র তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়।
সংস্থার তরফে জানানো হয়, টিকিট পুর্নবিক্রি করা দণ্ডনীয় অপরাধ এদেশে। সেল চলার পর এই টিকিট বিক্রি হলে সেই টিকিট বাতিল হিসেবে গণ্য করা হবে। প্রতারণা থেকে দূরে থাকুন। কোল্ড প্লের কনসার্টের টিকিট শুধুামাত্র বুক মাই শো-তেই পাওয়া যাবে।
এই কনসার্ট নিয়ে কেন এত উন্মাদনা? এক ভক্তের কথায় প্রথমত এই কনসার্টের জন্য ৮ বছর অপেক্ষা করতে হয়েছে। তারউপর 'মিউজিক অফ দ্য স্ফেয়ার্স', 'উই প্রে', 'ইয়ালো', 'ফিক্স ইউ', 'ভিভা লা ভিদা'-র মতো গান শোনা যেতে পারে। তাই উত্তেজনা রয়েছে।