আমদাবাদ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) প্রাণ হারালেন অভিনেতা বিক্রান্ত ম্যাসির (Vikrant Massey) খুড়তুতো ভাই ক্লাইভ কুন্দর (Clive Kunder)।
অভিনেতা বিক্রান্ত ম্যাসি ও তাঁর ভাই ক্লাইভ
শেষ আপডেট: 12 June 2025 18:26
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) প্রাণ হারালেন অভিনেতা বিক্রান্ত ম্যাসির (Vikrant Massey) খুড়তুতো ভাই ক্লাইভ কুন্দর (Clive Kunder)। দুর্ঘটনার পর বৃহস্পতিবার গভীর শোকপ্রকাশ করে ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দেন বিক্রান্ত।
সোশ্যাল মিডিয়ায় নিজের স্টোরিতে বিক্রান্ত লেখেন, “আজ আমদাবাদের সেই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারালেন, তাঁদের পরিবার ও প্রিয়জনদের জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে। কিন্তু আরও বেশি কষ্ট হচ্ছে এটা জেনে যে, আমার কাকা ক্লিফোর্ড কুন্ডা তাঁর ছেলে ক্লাইভকে হারালেন। ক্লাইভই ছিলেন সেই বিমানের ফার্স্ট অফিসার।”
তিনি আরও বলেন, “ঈশ্বর যেন ওকে এবং গোটা পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন। সকল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছি।”
ক্লাইভ কুন্ডার ছিলেন লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ১৭১-এর ফার্স্ট অফিসার। তাঁর উড়ানের অভিজ্ঞতা ছিল ১,১০০ ঘণ্টারও বেশি। বিমানে তাঁর সঙ্গে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল, যিনি একজন লাইন ট্রেনিং ক্যাপ্টেন, তাঁর বিমান উড়ানের অভিজ্ঞতা ছিল ৮,২০০ ঘণ্টারও বেশি।
গুজরাতের আমদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে যাত্রা শুরুর পাঁচ মিনিট পরেই ভেঙে পড়ে লন্ডনগামী বিমানটি। অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, বিমানটিতে ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন বিমানকর্মী।
বিমানটি যে বহুতলে ভেঙে পড়েছে, সেটি ছিল বিজে মেডিক্যাল কলেজের চিকিৎসক-পড়ুয়াদের হস্টেল। স্থানীয়দের দাবি, ওই হস্টেলে থাকেন ৫০ জন চিকিৎসক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিমান ভেঙে পড়ায় ওই হস্টেলের পাঁচ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন একজনই। রমেশ বিশ্বাস কুমার। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।