শেষ আপডেট: 9th December 2023 20:01
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ভিন্নধারার ছবি বললেই যে অভিনেতাদের নাম মাথায় আসে, তাঁদের মধ্যে অন্যতম রাজকুমার রাও। 'স্ত্রী', 'বরেলি কি বরফি', 'আলিগড়', 'নিউটন'-এর মতো একাধিক ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। সেই অভিনেতাকেই একসময় খিদের তাড়নায় স্ট্রবেরি ফ্লেভারের কনডম চিবিয়ে থাকতে হয়েছিল।
জল, খাবার, বিদ্যুৎ ছাড়া দীর্ঘদিন যখন কোনও মানুষ এক বদ্ধ ঘরে আটকে থাকেন, সেসময় তিনি পেটের জ্বালায় যা সামনে পান, তাই খান। রাজকুমার পেয়েছিলেন একটি স্ট্রবেরি ফ্লেভারের কনডম। সেই স্ট্রবেরির গন্ধেই যদি খিদে মেটে, সেই ভেবে কনডম চিবিয়েছিলেন তিনি। তবে গোটা বিষয়টাই ঘটেছিল সিনেমার শ্যুটিংয়ের খাতিরে।
২০১৬ সালের মুক্তি পেয়েছিল বিক্রমাদিত্য মোটওয়ানের ছবি 'ট্র্যাপড'। প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার রাও। গল্পে দেখানো হয়, ভুলবশত একটি বিল্ডিংয়ের অনেক উঁচু ফ্লোরে আটকে যায় তাঁর অভিনীত চরিত্রটি। সেখানে দীর্ঘদিন ধরে জল, খাবার ছাড়া বাঁচার জন্যই কনডম চেবানোর দৃশ্যটি গল্পে রেখেছিলেন পরিচালক।
যদিও সেন্সর বোর্ড ছবিটিকে সার্টিফিকেট দেওয়ার সময় দৃশ্যটি বাদ দেওয়ার নির্দেশ দেয়। সেন্সর বোর্ড আমাদের এই দৃশ্যটি বাদ দেওয়ার নির্দেশ দেয়। পরিচালক এই সিদ্ধান্তের কারণ জিজ্ঞেস করায় তাঁরা পাল্টা প্রশ্ন করেন, কেন রাজকুমার কনডম চিবোচ্ছেন? জবাবে তিনি বলেন, স্ট্রবেরি ফ্লেভারের কনডমের গন্ধে খিদে মেটানোর ভাবনা থেকে এমন দৃশ্য রাখা। যদিও সেন্সর বোর্ড সেই দাবিতে সন্তুষ্ট হয়নি। এরপরই বাদ দেওয়া হয় কনডম চেবানোর দৃশ্যটি।