শেষ আপডেট: 16th January 2024 11:46
গঙ্গাসাগর মেলা ভেঙে দিয়েছে জনসমাগমের সব রেকর্ড। প্রশাসনে দাবি, সর্বাধিক পুণ্যার্থীর সমাগম হয়েছে এবারের সাগর মেলায়। আর এই গঙ্গাসাগরে আসতে গিয়ে বিপত্তিতে পড়েন পুণ্যার্থীরা। হঠাতই মুড়িগঙ্গা নদীর চরে আটকে যায় যাত্রীবোঝাই ভেসেল। আতঙ্কিত হয়ে পড়েন তীর্থযাত্রীরা।
স্থানীয় সূত্রের খবর, সোমবার মকরসংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরে ফিরছিলেন ২০০ জন পুণ্যার্থী। সাগরের কচুবেড়িয়া থেকে কাকদ্বীপের লট নম্বর ৮-এর ঘাটে যাওয়ার জন্য পুণ্যার্থীরা ভেসেলে উঠেছিলেন। ভোর আড়াইটে নাগাদ মুড়িগঙ্গা নদীর চরে ভেসেলটি আটকে যায়। মূলত ঘন কুয়াশা এবং জল কম থাকার জন্যই দুর্ঘটনা ঘটে। শীতের রাতে আটকে পড়েন তীর্থযাত্রীরা।
কুয়াশার জেরে ওই ভেসেলটি দিকভ্রষ্ট হয়ে মুড়িগঙ্গা নদীতে দাঁড়িয়ে পড়েছিল। এরপর ভাটা চলে আসায় চরে আটকে যায়। অন্যদিকে, কুয়াশা এবং ভাটার জন্য মঙ্গলবার ভোর থেকে মুড়িগঙ্গা নদীতে কাকদ্বীপের লট নম্বর আট থেকে সাগরের কচুবেড়িয়ার মধ্যে ভেসেল চলাচল ব্যহত হয়ে পড়ে।
গঙ্গাসাগরে মুড়িগঙ্গা নদীতে আটকে ভেসেল, উদ্ধারে এনডিআরএফ, ফিরলেন পুণ্যার্থীরা#TheWallBangla #Gangasagar #Vessel #Muriganga pic.twitter.com/Ydn53m20xE
— The Wall (@TheWallTweets) January 16, 2024
বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী । স্পিডবোটে করে পুণ্যার্থীদের উদ্ধার করতে রওনা দেয় এনডিআরএফ বাহিনী। এছাড়াও যাত্রীদের অন্যত্র ভেসেলে পৌঁছে দেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছয় সিভিল ডিফেন্সের কর্মীরা।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সিভিল ডিফেন্সের তৎপরতায় শেষ পর্যন্ত সকল যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বোট নিয়ে উদ্ধারকার্য চালায় এনডিআরএফের দুটি দল। যাত্রীদের নিরাপদে লট এইটে পৌঁছে দেওয়া হয়েছে। সকল পুণ্যার্থী সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।প্রসঙ্গত, সাগর মেলার প্রথমদিনেও বিপত্তি দেখা গিয়েছিল। ঘন কুয়াশার জেরে ব্যাহত হয় ভেসেল পরিষেবা। প্রায় দু’ঘণ্টা বন্ধ ছিল পারাপার।