শেষ আপডেট: 24th August 2024 14:42
দ্য ওয়াল ব্যুরো: ২২ বছর পর বড়পর্দায় ফিরেছেন সানি দেওল। ‘গদর ২’ ছুঁয়েছে চারশো কোটির মাইলস্টোন। তারপর থেকেই নাকি ‘বর্ডার ২’ তৈরি করার পরিকল্পনা চলছিল। এবার তারই প্রস্তুতি শুরু হল। সানির সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। নিজেই এই সুখবর দিলেন বরুণ।
১৯৯৭ সালে মুক্তি পায় ‘বর্ডার’। অ্যাকশন, ড্রামা এবং দেশাত্মবোধের তিন উপাদান ঢেলে 'বর্ডার' তৈরি করেছিলেন জেপি দত্ত। বক্স অফিসেও তুফান তুলেছিল এই ছবি। রাজস্থানের লঙ্গেওয়ালা অঞ্চলে ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে লেখা হয়েছিল চিত্রনাট্য। মেজর কুলদীপ সিং-এর চরিত্রে অভিনয় করেছিলেন সানি দেওল। সূত্রের খবর, ‘বর্ডার ২’-র গল্পও ৭১-এর ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটেই তৈরি হবে।
শোনা যায়, গত দু’-তিন বছর ধরেই পরিচালক জেপি দত্ত ও তাঁর মেয়ে নিধির মধ্যে আলোচনা চলছিল। কিন্তু গদর ২-এর সাফল্যের পর এই প্রোজেটের কাজে গতি আসে। এবার এক সঙ্গে দেখা যাবে সানি দেওল আর বরুণ ধাওয়ানকে। বরুণ লেখেন, ‘আমার সবচেয়ে প্রিয় নায়কের সঙ্গে জুটি বাঁধছি। দারুণ ব্যাপার।’