শেষ আপডেট: 2nd October 2023 14:32
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে জাতীয়তবাদী ছবি মানেই সেই ছবিতে অক্ষয় কুমারকে দেখা যাবেই এ-কথা একরকম নিশ্চিত ভাবে গ্যারান্টি দিয়ে থাকেন অনেকে। সেই ফর্মুলা মেনেই যেন ফের একটি জাতীয়তাবাদী ছবি নিয়ে আগামী বছর পর্দায় আসতে চলেছেন অক্ষয় কুমার। ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর দিনই মুক্তি পেল অক্ষয়ের পরবর্তী ছবি 'স্কাই ফোর্স'-এর টিজার। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায় এই টিজারটি।
आज गांधी-शास्त्री जयंती के दिन सारा देश कह रहा है - जय जवान, जय किसान, जय विज्ञान, जय अनुसंधान. No better day than today to announce the incredible story of #SkyForce: Our untold story of India's first and deadliest airstrike.
— Akshay Kumar (@akshaykumar) October 2, 2023
Give it love, please. Jai Hind, Jai Bharat. ????????… pic.twitter.com/qrxQrVqVNB
আজ থেকে ঠিক এক বছর বাদে অর্থাৎ আগামী বছর ২০২৪ সালের ২ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। প্রসঙ্গত, ইদানীং কালে ছবি মুক্তির আগে ধাপে ধাপে টিজার, ট্রেলার, গান প্রকাশ করেন নির্মাতারা। তবে ছবি মুক্তির ১ বছর আগে টিজার মুক্তির নজির বড় একটা দেখা যায় না। এতটা সময় নিয়ে টিজার মুক্তির বিষয়টি দেখে অনেকেরই অনুমান রীতিমতো বড় ক্যানভাসে বিগ বাজেটের ছবি হতে চলেছে স্কাইফোর্স। সেই কারণেই প্রচারেও সমান জাঁকজমক হতে চলেছে নির্মাতাদের তরফে।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
টিজারে দেখা যাচ্ছে ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপট। লালবাহাদুর শাস্ত্রীর প্রধানমন্ত্রীত্বের সময়ে ভারতের সবচেয়ে রোমহর্ষক এবং বিপজ্জনক এয়ারস্ট্রাইকটি হয়েছিল। সেই এয়ারস্ট্রাইকের উপরই নির্মিত হতে চলেছে এই ছবিটি। প্রসঙ্গত, ২০১৬ সালে প্রায় একই রকম এয়ারলিফট-এর ঘটনা নিয়ে তৈরি হয়েছিল 'এয়ারলিফট' ছবিটি। ফলে, টিজার দেখে অনেকেই বলাবলি করছেন হয়তো 'এয়ারলিফট' ছবিরই সিক্যুয়েল নতুন 'স্কাইফোর্স' ছবিটি। তবে এ জল্পনার সত্যতা কতদূর তা ছবি মুক্তির পরই বোঝা যাবে।
প্রসঙ্গত, গত বছরটা অক্ষয় কুমারের ছবির কেরিয়ারে একেবারেই দাগ কাটতে পারেনি। তবে চলতি বছরে 'ওএমজি ২' বেশ ভাল ফল করেছে বক্স অফিসে। পাশাপাশি অগস্ট মাসেই ভারতের নাগরিকত্ব পেয়েছেন অক্ষয়। সামনেই অভিনেতার আরও বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি ছবির সিক্যুয়েল মুক্তির অপেক্ষায়। অর্থাৎ আগামী বছরে হয়তো ফের বক্স অফিসে রাজত্ব করতে চলেছেন অক্ষয় কুমার, অন্তত বছরের শেষ দিকে অক্ষয়ের ছবির পরিসংখ্যান তেমনই বলছে।