শেষ আপডেট: 4th September 2024 18:55
দ্য ওয়াল ব্যুরো: দর্শকদের সামনে ধরা দিতে চলেছে অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় ও পিয়ায় খানের জুটি। পরিচালক আতিউল ইসলামের নতুন ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। বাস্তবের এক ঘটনাকে এবার বড় পর্দায় আনছেন পরিচালক আতিউল ইসলাম, ছবির নাম 'দানব। থ্রিলারের মোড়কে বড় পর্দায় আসছে এই ছবি। এখানে একজন নার্সের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়কে, আর নবাগত পিয়ার খানকে দেখা যাবে মর্গের ডোমের চরিত্রে। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, লাবনী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা সোম, হিয়া রায়, শ্রেয়া হালদার প্রমুখকে। ছবিতে উমা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রূপসাকে, শিবা চরিত্রে পিয়ারকে।
শিবা মর্গে ডোমের কাজ করে। ভাগ্যের পরিহাসে সেখানে দেখতে পায় নিজের ভালোবাসার মানুষ উমাকে। যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য এসেছে। পরের দিন সকালে সংবাদমাধ্যমে খবর মেলে মর্গে একটি মৃতদেহকে নৃশংসভাবে যৌন নির্যাতন করা হয়েছে। গল্প কোন দিকে যাবে এবার? কী করবে শিবা?এই সবটা নিয়ে "দানব", আর জানতে হলে দেখতে হবে ছবিটি।
এনিয়ে পরিচালক আতিউল ইসলাম জানান, "এই ছবিতে কঠিন বাস্তবকে দেখানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে মানুষ কতোটা নৃশংস, তারই ছোট্ট উদাহরণ দেখা যাবে এখানে। একজন মানুষ তার ভালোবাসার মানুষের জন্য কতোটা বলিদান দিতে পারে সেটার ছবিও উঠে আসবে। রয়েছে বেশ কয়েকটি গান। মুক্তি পাবে " মোহনা ফিল্মস-এর ব্যানারে।