শেষ আপডেট: 30th August 2024 19:25
দ্য ওয়াল ব্যুরো: দেবের বহু প্রতীক্ষিত ছবি 'খাদান'-এর টিজার প্রকাশ্যে এল। টিজার দেখার পর এই ছবি যথেষ্ট সাড়া ফেলবে বলেই মনে করছেন সিনেমা অনুরাগীরা। দেবের জনপ্রিয়তা এমনিই রয়েছে, পাশাপাশি টিজারের চমকে তারই ছাপ পাওয়া যাচ্ছে।
টিজারে দেখা যায় বিশাল কয়লা খনির একটা অঞ্চলে শত্রু নিধনে দাঁড়িয়ে রয়েছেন দেব। হাতে অস্ত্র। পাশে রয়েছেন যীশু সেনগুপ্ত।
তার ওপর দেবের মুখে শোনা যায় 'ফ্যামিলি নিয়ে ব্যাস্ত আছি বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি? ওটা আমারই কাজ।' এই সংলাপের পরই রীতিমত শোরগোল সমাজমাধ্যমে। পরিচালক সুজিত রিনোর হাত ধরে অনেক দিন পর বানিজ্যিক ছবিতে ফিরছেন অভিনেতা দেব। অর্থাৎ, ছবিতে যে অ্যাকশন থাকবে তা আর বলে দিতে হয় না। আগামী ২৩ ডিসেম্বর জানা যাবে ছবির আসল গল্প।