শেষ আপডেট: 19th September 2024 19:07
দ্য ওয়াল ব্যুরো: ডেফিনেশন অফ ফিয়ার’ , ‘টেল ইট লাইক আ উওম্যান’ এর পর ফের হলিউড ছবিতে দেখা যাবে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়কে।
‘কিল দেম অল ২’ ছবিতে হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকার সঙ্গে অভিনয়ে দেখা যাবে জ্যাকলিনকে। সম্প্রতি ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেখানে হলিউড তারকার সঙ্গে জ্যাকলিনকে অ্যাকশন মুডে দেখে শোরগোল পড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে।
আগের দুটি হলিউড ছবিতে সেভাবে সাড়া ফেলতে না পারলেও এবারে 'কিল দেম অল ২’ এর ট্রেলার দেখে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ছবিটি মুক্তি পাওয়ার পরই আন্তর্জাতিক মঞ্চে জ্যাকলিনের কেরিয়ারের নতুন দরজা খুলে যেতে পারে।
ভ্যান ডাম অভিনীত অ্যাকশন ছবি ‘কিল দেম অল’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এবার ওই অ্যাকশন সিনেমারই দ্বিতীয় পার্ট রিলিজ হতে চলেছে। ছবিতে ভ্যানডামের চরিত্রের নাম ফিলিপ। তাঁর মেয়ের ভূমিকায় দেখা যাবে জ্যাকলিন থুড়ি ভেনেসাকে (চরিত্রের নাম)।
ইটালির নির্জন দ্বীপে দীর্ঘ সময় পর নিজের মেয়ে ভেনেসাকে (জ্যাকলিন) খুঁজে পাবেন ফিলিপ (ভ্যান ডাম)। এরপরই ফের শত্রুপত্র বাবা-মেয়েকে খুঁজে বের করে। কীভাবে শেষ বুলেট পর্যন্ত লড়াই করে শত্রুপক্ষর হাত থেকে নিজেদের রক্ষা করবেন, টান টান উত্তেজনার মধ্যে দিয়েই সেই গল্পই নিজের অভিনয়ে ফুটিয়ে তুলেছেন ভ্যান ডা ও জ্যাকলিন। জানা যাচ্ছে, আগামী সপ্তাহে ছবিটি মুক্তি পাবে ডিজিটাল মাধ্যমে।
ছবিটি পরিচালনা করেছেন 'বুলেটস অফ জাস্টিস অ্যান্ড রি-কিল' খ্যাতির ভ্যালেরি মিলেভ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পিটার স্টর্মার এবং মারিয়া কনচিটা আলোনসো।