শেষ আপডেট: 9th December 2024 22:26
দ্য ওয়াল ব্যুরো: পরিচালক পায়েল কাপাডিয়ার ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’কে ইতিমধ্যে পুরষ্কৃত করেছে কান চলচ্চিত্র উৎসব। এবার গোল্ডেন গ্লোবে সেরার সেরা তালিকায় জায়গা করে নিল পায়েলের ছবি। শুধু ছবি নয়, গোল্ডেন গ্লোবের তালিকা সেরা পরিচালকের তালিকায় নাম রয়েছে পায়েল কাপাডিয়ার।
ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে ৮২ তম গোল্ডেন গ্লোব। জানা যাচ্ছে, সেখানে ৯ ডিসেম্বর দেখানো হবে পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমাটি। বস্তুত, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই প্রথম ভারতের কোনও পরিচালককে সেরা পরিচালক বিভাগে মনোনীত করা হল।
জানা যাচ্ছে, অন্যান্য মনোনীতদের তালিকায় রয়েছেন এমিলিয়া পেরেজ পরিচালিত জ্যাক অর্ডিয়াট, শন বেকার, আনোরা। দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য ব্রাডি করবেট, সাবস্ট্যানস সিনেমাটির জন্য কোরালি ফার্গেট এবং কনক্লেভ সিনেমার জন্য এডওয়ার্ড বার্গার।
পায়েল কাপাডিয়ার এই সিনেমার বিষয়বস্তু কী?
জানা যাচ্ছে, ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এ তিনজন মহিলার গল্প দেখানো হয়েছে। অভিনয় করেছেন অভিনেত্রী কানি কুসরতি, দিব্যা প্রভা এবং ছায়া কদম। এদের মধ্যে দুজন নার্স। দৈনন্দিন জীবনের ব্যস্ততায় হাঁপিয়ে উঠে রোড ট্রিপে বেরিয়ে পড়েন তাঁরা। তারপরে রয়েছে একের পর এক ঘটনা।
বস্তুত, পায়েলের এই সিনেমাটি অস্কারের জন্য মনোনীত না হওয়ায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছিল। অবশেষে পায়েলের ঝুলিতে গোল্ডেন গ্লোব এর স্বীকৃতি। তবে অস্কার না পাওয়া নিয়ে প্রকাশ্য অবশ্য বিন্দুমাত্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়নি কান জয়ী ছবির পরিচালককে।