শেষ আপডেট: 11th November 2024 17:17
দ্য ওয়াল ব্যুরো: গান জুড়েছে গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা/ আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা! সুকুমার রায়ের 'গানের গুঁতো' ছড়ার সেই গায়কের গায়কী দেখে পাঠক হেসে লুটোপুটি খেলেও দেশেরই এক স্বনামধন্য গায়ক একটি গান গাইতে কত টাকা পারিশ্রমিক নেন জানলে হাঁ-মুখ বন্ধ হয়ে যাবে। কয়েক লাখ টাকা অনেকেই হিসাব করতে শুরু করেছেন নিশ্চই! কিন্তু, লাখের কারবারি তিনি নন। একটি গান গাইতে তিনি নেন ৩ কোটি টাকা।
এবার হয়তো ভাবছেন, কে তিনি? না, অরিজিৎ সিং, না শ্রেয়া ঘোষাল, না সুনিধি চৌহান, সোনু নিগম তো আরও অনেক পিছিয়ে। বেশ কিছু গান সকলে তাঁর কণ্ঠে শুনে থাকলেও সেই শিল্পী রোজকার সঙ্গীত রেকর্ড করেন না। এমনকী তাঁর নিজের সুরারোপিত গান ছাড়া অন্যের সুরেও বেশি একটা গান গাইতে শোনা যায়নি তাঁকে। তবে যখনই অন্যের সুরে গান গেয়ে থাকেন, তখন তাঁকে ৩ কোটি টাকাই পারিশ্রমিক দিতে হয়।
ছয়ের দশকে লতা মঙ্গেশকর একবার দাবি তুলেছিলেন, সুরকার-গীতিকারদের সমান পারিশ্রমিক দিতে হবে তাঁকে। এনিয়ে মহম্মদ রফির সঙ্গে তাঁর মনোমালিন্য এতদূর গড়ায় যে, পরের দিকে রফিসাহেব আর কোনওদিন লতার সঙ্গে ডুয়েট গাননি। সিনেমায় সকলেই বেশি টাকা উপার্জন করলেও গায়ক-গায়িকারা খুবই কম পারিশ্রমিক পেতেন। যেমন রফি কিংবা মান্না দে গানপ্রতি ৩০০ টাকা নিতেন সেই সময়।
এখন দেশের অনেক সঙ্গীতশিল্পীই একটি গানের জন্য লাখ লাখ টাকা নেন। কিন্তু, একজন গায়ক যিনি পুরো সময়ের জন্য গানই গান না, তাঁর কাছে এঁরা সবাই বামনের মতো। সেই গায়কের নাম এআর রহমান। সিনেমা শিল্পের অন্দরের খোঁজ রাখা বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, রহমান একটি গানের জন্য পারিশ্রমিক নেন ৩ কোটি টাকা। যা দেশের অন্যান্য গায়ক-গায়িকাদের তুলনায় ১২-১৫ গুণ। রহমানের এত টাকা নেওয়ার কারণ হল, অন্য কোনও সুরকার যেন গান না গাইতে বলেন। সাধারণত তিনি নিজের সুরেই নিজে গান করেন। কিন্তু, যদি কেউ তাঁকে অন্যের সুরে গান গাওয়ার অনুরোধ করেন তাহলে ওই পরিমাণ টাকা নেন রহমান।
পুরো সময়ের গায়ক-গায়িকাদের মধ্যে ভারতে এখন সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া ব্যক্তি হলেন শ্রেয়া ঘোষাল। ৪০ বছর বয়সি শ্রেয়া একটি গানের জন্য ২৫ লক্ষ টাকা নিয়ে থাকেন বলে সূত্রে জানা গিয়েছে। শ্রেয়ার পরেই রয়েছেন তাঁর সমসাময়িক সুনিধি চৌহান। তিনি গানপ্রতি নেন ১৮-২০ লক্ষ টাকা। অরিজিৎ সিং প্রায় সমমূল্যের পারিশ্রমিক হাঁকিয়ে থাকেন। এরপরে রয়েছেন সোনু নিগম। যিনি একটি গানের পারিশ্রমিক নেন ১৫-১৮ লক্ষ টাকা।