শেষ আপডেট: 29th August 2024 16:38
দ্য ওয়াল ব্যুরো: মালয়ালম সিনেমা জগতে যৌন হেনস্তা, লাঞ্ছনা ও অভিনেত্রী নিগ্রহে হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসতেই হড়পা বানের মতো যৌন-শোষণের অভিযোগের স্রোত উঠেছে। গত কয়েকদিন ধরে একের পর এক অভিনেত্রী মলিউডের প্রখ্যাত অভিনেতা, পরিচালক, প্রযোজক, চলচ্চিত্র নির্মাতা ও ক্যামেরাম্যানের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগের বস্তা খুলে ধরছেন। প্রায় একই ধরনের অভিযোগের দুঃখের কথা তুলে ধরলেন বিজেপি নেত্রী তথা জাতীয় মহিলা কমিশনের সদস্য খুশবু সুন্দরও। তাঁর অভিযোগ আরও মারাত্মক, নিজের বাবার বিরুদ্ধে।
রাজনীতিক-অভিনেত্রী খুশবু একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ৮ বছর বয়সে তিনি তাঁর বাবার হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। ২০২৩ সালে এই কথাটা প্রকাশ্যে বলেছিলেন। এবার বললেন, আমার আরও অনেক আগেই একথা বলা উচিত ছিল। শিশুশিল্পী হিসেবে সিনেমা জগতে পা রাখা খুশবু এক্স পোস্টে লিখেছেন, আমার সঙ্গে যা ঘটেছে তার সঙ্গে কেরিয়ার গড়ে তোলার কোনও সম্পর্ক ছিল না ঠিকই। কিন্তু, আমি এমন এক পুরুষের হাতে হেনস্তা হয়েছি, আমি পড়ে গেলে সেই লোকটিরই শক্ত হাতে আমাকে আঁকড়ে ধরার কথা ছিল।
তিনি দুঃখ করে বলেন, শুধু সিনেমায় কেন, সমাজের প্রতি ক্ষেত্রে মেয়েদের এগোতে গেলে পুরুষের লালসার শিকার হতে হয়। সবসময় মেয়েদেরই সমঝোতা করতে হয়। কেরিয়ার করতে গেলে শরীরকে পুরুষের ভোগ্য করে তুলতে হয়। কেন মেয়েরাই সর্বদা পিষে মরবে! খুশবু এ বিষয়ে তাঁর দুই মেয়ের সঙ্গেও কথা বলেছেন। প্রযোজক-অভিনেতা সুন্দর সি-র স্ত্রী খুশবু বলেন, এই ঘটনার প্রতি ওদের সহমর্মিতা দেখে আমি অবাক হয়ে গেছি। ওরা সকলের পক্ষে রয়েছে এবং বিচার চায়। আজ হোক বা কাল সেটা কোনও ব্যাপার নয়, এই লাঞ্ছনার বিরুদ্ধে সকলে মুখ খুলুক এটাই চান বিজেপি নেত্রী। এখনই আওয়াজ তুলুন, তাতে আপনারও শান্তি হবে তদন্তের কাজেও লাগবে, বলেন খুশবু।
???? This moment of #MeToo prevailing in our industry breaks you. Kudos to the women who have stood their ground and emerged victorious. ✊ The #HemaCommittee was much needed to break the abuse. But will it?
— KhushbuSundar (@khushsundar) August 28, 2024
Abuse, asking for sexual favors, and expecting women to compromise to…
এই লড়াইয়ে পুরুষদেরও সঙ্গে থাকার দাবি জানিয়েছেন মহিলা কমিশনের সদস্য। তিনি লিখেছেন, প্রত্যেক পুরুষ একজন নারী গর্ভে জন্ম নেয়। জন্ম দিতে নারীকে অনেক ত্যাগ-যন্ত্রণা সহ্য করতে হয়। আত্মত্যাগ করে একজন মা শিশুকে মানুষ করে তোলেন। আপনারা আজ যা, তার পিছনে সেই নারীর অসামান্য অবদান রয়েছে। আমাদের পাশে দাঁড়ান। আমাদের রক্ষা করুন। মহিলাদের সম্মান করুন। তিনি আরও লিখেছেন, মনে রাখবেন আজ আমরা ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়েছি। বোঝার চেষ্টা করুন কত মেয়ে পরিবারের সাহায্য ছাড়াই এই দুনিয়ায় আসে দুচোখে তারকা হওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু, কিছুদিনের মধ্যেই তাঁদের স্বপ্ন চুরমার হয়ে যায়।