শেষ আপডেট: 25th October 2024 21:07
দ্য ওয়াল ব্যুরো: একরাশ মন খারাপ নিয়ে সিআইডি দেখা বন্ধ করেছিলেন দর্শকরা। ২০১৮-তে পথচলা শেষ হয়েছিল জনপ্রিয় এই টিভি শোয়ের। ২৭ অক্টোবর ২০১৮ শেষবারের মতো সম্প্রচার হয়েছিল। এই শো কবে ফিরবে বা আদৌ ফিরবে কিনা সেই নিয়ে জল্পনা ছিল। হঠাৎ সকলকে চমকে দিয়ে ফের দর্শকদের মনোরঞ্জনে হাজির হচ্ছে সিআইডি।
ক্রাইম, গোয়েন্দাগিরি, টানটান উত্তেজনা, অ্যাকশন, সিআইডি বললে এই দৃশ্যই চোখে ভাসে। রাত পোহালেই প্রকাশ্যে আসবে টিজার। তার আগে আজ অর্থাৎ শুক্রবার একঝলক প্রকাশ্যে আনলেন নির্মাতারা।
প্রথম ঝলকেই দেখা মিলল দয়া শেট্টি, শিবাজি শতম ও আদিত্য শ্রীবাস্তবের। যা দেখে উত্তেজিত দর্শকরা।
এসিপি প্রদ্যুম্নের টিম, অভিজিতের রহস্য সন্ধান বহুদিন দেখেননি দর্শকরা। তাই প্রথম ঝলক দেখেই কমেন্টে ভরিয়ে দেয় সকলে। অনেকেই লেখেন, 'বহুদিন অপেক্ষা করেছি। ফাইনালি আসছে।' একজন আবার লেখেন, 'আমি ছোটবেলায় ফিরে গেলাম।' আরেকজনও নিজের ছোটবেলায় স্মৃতিচারণা করলেন।
ঠিক কবে থেকে টিভির পর্দায় টেলিকাস্ট শুরু হবে তা না জানা গেলেও আপাতত সিআইডি আসছে শুনেই খুশি দর্শকরা।