সলমন খান ও কোরিওগ্রাফার জানি মাস্টার
শেষ আপডেট: 19th September 2024 20:57
দ্য ওয়াল ব্যুরো: নাবালিকা সহকারীকে যৌন হেনস্থার অভিযোগে গোয়া থেকে গ্রেফতার ‘স্ত্রী ২’ ছবির নৃত্য পরিচালক। বৃহস্পতিবার শেখ জানি বাসা ওরফে জানি মাস্টারকে হায়দরাবাদের সাইবেরাবাদ থানার পুলিশ গ্রেফতার করেছে। ইতিমধ্যে পকসো মামলায় নৃত্য পরিচালকের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। এদিনই অভিযুক্ত কোরিওগ্রাফারকে ট্রানজিট রিমান্ডে হায়দরাবাদে নিয়ে আসা হয়।
নাবালিকা সহকারীর অভিযোগ, আউটডোর শুটিংয়ের সময় তাঁর যৌন হেনস্থা করেছেন জানি মাস্টার। ২১ বছর বয়সি তরুণীর অভিযোগ, একাধিক প্রোজেক্টে কাজের সময় বেশকিছু মাস ধরে তাঁর যৌন হেনস্থা করেছেন জানি। এদিকে মামলা দায়েরের পর জানিকে তেলেগু ফিল্ম অ্যান্ড টিভি ড্যান্স ডিরেক্টরের পদ থেকে সরিয়ে দিয়েছে তেলেঙ্গানা ফিল্মস চেম্বার্স অফ কমার্স।
নির্যাতিতার আরও অভিযোগ, শুটিংয়ের কারণে বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে বিভিন্ন জায়গায় যেতে হত। সেই সুযোগে লাগাতার তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন অভিযুক্ত নৃত্য পরিচালক।
নেল্লোরের বাসিন্দা জানি তেলুগু ছবিতে নৃত্যশিল্পী হিসাবে কাজ শুরু করেন। সেখান থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর পথচলা শুরু৷ অভিষেক বচ্চনের 'দ্রোণা' ছবিতে কোরিওগ্রাফার হিসাবে তিনি পরিচিতি পান। এছাড়াও সলমন খান, জুনিয়র এনটি আর, আল্লু অর্জুন, রবি তেজা, পবণ কল্যানের মতো তারকাদের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
শুধু তাই নয়, সলমন খানের 'জয় হো', রাজকুমার রাও অভিনীত 'স্ত্রী ২' ছবিতে ‘আজ কি রাত’ ও ‘আই নেহি’ গানের কোরিওগ্রাফি করেছেন জানি। চলতি বছর তিনি কোরিওগ্রাফার হিসাবে জাতীয় পুরস্কারও পেয়েছেন। ‘থিরুচিত্রামবলম' ছবির গান 'মেঘাম কারুক্কথার' জন্য জাতীয় পুরস্কার পান অন্ধ্রপ্রদেশের নেল্লোরের বাসিন্দা।