শেষ আপডেট: 27th January 2025 13:26
দ্য ওয়াল ব্যুরো: ভিকি কৌশল ও রশ্মিকা মন্দানা অভিনীত 'ছাওয়া' (বাংলায় যার অর্থ বাঘের বাচ্চা) ছবির পরিচালক লক্ষ্মণ উতেকর সোমবার বিতর্ক এড়াতে পিছু হটলেন। রবিবার মহারাষ্ট্রের এক মন্ত্রীর হুমকির পরই এদিন পরিচালক সাফ জানিয়ে দেন যে, ছত্রপতি সম্ভাজি মহারাজের নাচের যে দৃশ্য নিয়ে বিতর্ক, তা কেটে দেওয়া হবে। মারাঠা ছত্রপতি শিবাজি মহারাজের বড় ছেলে সম্ভাজি মহারাজের জীবন নিয়ে তৈরি এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন ভিকি কৌশল। সম্ভাজির স্ত্রী মহারানি জেসুবাইয়ের চরিত্রে রয়েছেন রশ্মিকা মান্দানা।
ছবিতে একটি দৃশ্যে রয়েছে, সম্ভাজি তাঁর মহারানির সঙ্গে মারাঠি লোকনৃত্য 'লেজিম' নাচ নাচছেন। এই নাচ ও ছবির ঐতিহাসিক পটভূমিকা নিয়েই মারাঠা রাজনীতিতে বর্তমানে তোলপাড় চলছে। মন্ত্রী হুমকির সুরে বলেছিলেন, লেজিম নাচের দৃশ্য ছাঁটা না হলে ছবিটি সিনেমা হলে রিলিজ করতেই দেওয়া হবে না। তার পরদিনই চাপে পড়ে সেই দৃশ্য কেটে দিতে সম্মতি প্রকাশ করলেন পরিচালক উতেকর।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের সঙ্গে এক আলোচনার শেষে এই সিদ্ধান্তের কথা জানান পরিচালক। এক বিবৃতিতে উতেকর বলেন, এটা ছবিতে একটি সাধারণ নাচগানের মাত্র। এর সঙ্গে ছবির মারাঠা অধিপতির মাহাত্ম্যকে খাটো করা হয়নি। গত সপ্তাহে মুম্বইয়ে 'ছাওয়া'র ট্রেলার মুক্তি পেয়েছে। তারপর থেকেই বিতর্ক শুরু হয়। এদিন পরিচালক বলেন, আমি রাজ ঠাকরের সঙ্গে দেখা করেছি। তাঁর কাছ থেকে আমি বেশ কিছু সুপরামর্শ ও উপদেশ নিয়েছি। তারপরেই ঠিক করি, সিনেমা থেকে মহারাজ সম্ভাজির লেজিম নাচের দৃশ্যে কেটে দেওয়া হবে।
পরিচালক উতেকরের কথায়, সিনেমার সঙ্গে লেজিম নাচের ওতপ্রোত কোনও সম্পর্ক নেই। সম্ভাজি মহারাজের জীবনের থেকে এই নাচের গুরুত্ব কিছুই নয়। সে কারণে আমরা ছবি থেকে দৃশ্যটি পুরোটাই বাদ দিয়ে দিচ্ছি। উল্লেখ্য, রবিবার মহারাষ্ট্রের মন্ত্রী উদয় সামন্ত হুঁশিয়ারি দেন যে, ওই নাচের দৃশ্য বাদ না দেওয়া হলে ছবির মুক্তি আটকে দেওয়া হবে। তিনি আরও দাবি জানান, ছবিটি ঐতিহাসিক ও বিদ্বানদের দিয়ে দেখানো উচিত। এখানে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। মহারাজের সম্মানহানিকর কিছু ঘটে, তা মহারাষ্ট্রের মানুষ মেনে নেবেন না।
সামন্তেরও আগে শিবাজির উত্তরসুরি সম্ভাজিরাজে ছত্রপতি তথা প্রাক্তন রাজ্যসভা এমপি মুক্তির আগে ছবি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, আমিও ওদের সঙ্গে যোগাযোগ করে বলেছিলাম ঐতিহাসিকদের দিয়ে এই ছবি একবার পরখ করিয়ে নিয়ে যেন সিনেমা হলে মুক্তি পায়। এই ছবিতে ভিকি, রশ্মিকা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা এবং দিব্যা দত্ত। আগামী ১৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা।