শেষ আপডেট: 17th February 2025 17:17
দ্য ওয়াল ব্যুরো: প্রেম দিবসেই মুক্তি পেয়েছে লক্ষ্মণ উটেকরের 'ছাবা'। মুখ্য ভূমিকায় রয়েছেন ভিকি কৌশল। ছত্রপতি শিবাজির ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। বক্সঅফিসে চুটিয়ে ব্যবসা করছে এই ছবি। প্রেমদিবসে মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে এখনও পর্যন্ত এই ছবিই সবচেয়ে ভাল ব্যবসা করেছে। জানেন ওই ছবির কলাকুশলীদের পারিশ্রমিক?
ছবিটি করতে নায়ক ভিকি কৌশল নিয়েছেন ১০ কোটি টাকা। অন্যদিকে রশ্মিকা মন্দানা পেয়েছেন ৪ কোটি টাকা। এমনিতেই হিরোর চেয়ে হিরোইনের পারিশ্রমিক বলিউডে কম। তা নিয়ে অনেক আলোচনা অতীতেও হয়েছে। তবে 'ছাবা' ছবিতে শুধু যে হিরোইনই কম পেয়েছেন তা নয় ভিলেন অক্ষয় খান্নার পারিশ্রমিক হিরোইন রশ্মিকার চেয়েও কম।
অক্ষয় সিনিয়র অভিনেতা। তবু ওই যে, চিরদিন কাহারও সমান নাহি যায়। 'ছাবা'র জন্য অক্ষয় পেয়েছেন আড়াই কোটি। ভাববেন না, ছাবা ছবিতে বঞ্চনার স্বীকার হয়েছেন অক্ষয় খান্না। কিছু বছর আগে মুক্তি পেয়েছিল অক্ষয়ের ছবি 'দৃশ্যম ২'। ওই ছবির জন্য অক্ষয় পেয়েছিলেন ২ কোটি। ছাবার ক্ষেত্রে তাঁর পারিশ্রমিক বেড়েছে বইকি! ছবিতে অক্ষয় ভিলেন, তিনি অভিনয় করেছেন ওরঙ্গজেবের ভূমিকায়। তাঁর অভিনয় দর্শকদের মন কড়েছে ইতিমধ্যেই। জানিয়ে রাখা যাক, এই ছবিতে অভিনয়ের জন্য দিব্যা দত্ত পেয়েছেন ৪৫ লক্ষ। আশুতোষ রানা পেয়েছেন ৮০ লক্ষ টাকা।