Date : 16th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
IndiGo Flight: মাঝ আকাশে বিকল ইঞ্জিন, মুম্বইয়ে জরুরি অবতরণ দিল্লি-গোয়া ইন্ডিগো বিমানেরবোয়িং ৭৮৭ বিমানগুলির 'ফুয়েল কন্ট্রোল সুইচ'-এ ত্রুটি নেই, সবরকম পরীক্ষা করে জানাল এয়ার ইন্ডিয়াগোপালগঞ্জ কিলিং: আওয়ামী লিগ কর্মীদের উপর গুলি বর্ষণে সেনা-পুলিশকে বাহবা দিলেন ইউনুসমিশন শেষে ঘরে ফিরছেন শুভাংশু, স্বামীর পছন্দের রান্না করবেন কামনা, একসঙ্গে সময় কাটানোর অপেক্ষাবঙ্গবন্ধুর মাজার ভাঙতে না পেরে আওয়ামী লিগ কর্মীদের খুন করেছে ইউনুস বাহিনী, অভিযোগ হাসিনার'প্রাথমিক চিকিৎসা পেলে ছেলেকে মরতে হত না', নিকোপার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক মৃতের বাবাকবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে ফের মেট্রো বিভ্রাট! ভোগান্তি অফিস ফেরত যাত্রীদের শীঘ্রই চূড়ান্ত হতে পারে আমেরিকা-ভারত বাণিজ্য চুক্তি, ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের'বাঙালি হওয়া, বাংলা বলা যেন এখন এক অপরাধ!' এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে বললেন গর্গ চ্যাটার্জীমায়েদের ভাব ছিল না কিন্তু মেয়েরা দুই বান্ধবী, সুপ্রিয়ার মেয়ের জন্মদিনে সুচিত্রার কন্যা
Chhaava

প্রথম দিনেই ২৫ কোটি! ভিকির ‘ছাভা’ চলতি বছরে সবচেয়ে বড় বক্সঅফিস ওপেনিং!

আজ শুক্রবার, মুক্তি পেল ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’। আর প্রথম দিনেই বক্সঅফিসে ২৫ কোটি লক্ষ্মীলাভ!

প্রথম দিনেই ২৫ কোটি! ভিকির ‘ছাভা’ চলতি বছরে সবচেয়ে বড় বক্সঅফিস ওপেনিং!

ছাভা

শেষ আপডেট: 14 February 2025 12:24

দ্য ওয়াল ব্যুরো: আজ শুক্রবার, মুক্তি পেল ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’। আর প্রথম দিনেই বক্সঅফিসে ২৫ কোটি লক্ষ্মীলাভ! ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্মিত ছবির অ্যাডভান্স বুকিং ছিল ১৩.৭৮ কোটি। প্রায় ৪ লক্ষ ৮৭ হাজার টিকিট বিক্রি হয়েছে গোটা দেশে। প্রায় ১৪,০৬৩ শো চলেছে দেশভর। যদিও নেট অ্যাডভান্স বুকিংয়ের অর্থের সংখ্যা দাঁড়িয়ে ১৩ কোটির আসপাশে, তবে তাতে জুড়বে ব্লকড আসনের অর্থের সংখ্যা, যা প্রায় ১৭.৮৭ কোটি! অর্থাৎ সম্ভাবনা রয়েছে দিন শেষে, প্রায় ২৫ কোটি, ঘরে তুলবে লক্ষ্মণ উতেকরের পরিচালিত ছবি ‘ছাবা’।

ফিল্ম ক্রিটিকরা অবশ্য প্রথম দিনের ফলাফল দেখেই মোটামুটি আন্দাজ করে ফেলেছে, ছবির সাফল্যের মাত্রা ঠিক কতদূর পৌঁছতে পারে। চলতি বছরের প্রথম দিনে সবচেয়ে বড় ওপেনিং হিসেবে ‘ছাবা’ ছাপিয়ে গেল ‘স্কাই ফোর্স’কেও। বক্সঅফিসে  ছবিটির ঘরে তুলেছিল ১২.২৫ কোটি।

ছবির শুরুতেই মোঘল সাম্রাজ্যের আনন্দ উদযাপনে শুরু হয়, ঔরঙ্গজেব জানতে পারেন, মারাঠা রাজ্য শিবাজি মহারাজকে হারিয়েছেন। মৃত্যু হয়েছে, ছত্রপতির। তবে, শিবাজিপুত্র, সম্ভাজির আবির্ভাব, বুঝিয়ে দেয় সিংহ মরে গেলেও তাঁর সন্তান ‘ছাবা’ জীবিত। মোঘলদের কাছে ‘ছাবা’ হয়ে ওঠে সমূহ বিপদ। সম্ভাজি মহারাজ তাঁর স্বল্প জীবনেও প্রতিটি যুদ্ধে ছিলেন অপরাজিত এক যোদ্ধা। যখন তিনি ঔরঙ্গজেবকে পরাজিত করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, ঠিক তখনই বিশ্বাসঘাতকতার শিকার হতে হয় সম্ভাজিকে এবং তারপর মোঘলদের হাতে নির্মমভাবে হয় তাঁর হত্যা।

ছবিটি শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাস ‘ছাবা’ অবলম্বনে নির্মিত। পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজন, ম্যাডক ফিল্মসের ব্যানারে। ছবির বাজেট ১৩০ কোটি। ‘ছাভা'র প্রি-প্রোডাকশনের কাজ ২০২৩ সালের এপ্রিল মাসে শুরু হয়। অক্টোবর মাসে ফ্লোরে যায় ছবি। ২০২৪ সালের মে মাসে ছবিটির কাজ শেষ হয়। ছাভা'র সুর ও সাউন্ডট্র্যাক রচনা করেছেন এ. আর. রহমান। গানের কথা লিখেছেন ইরশাদ কামিল এবং ক্ষিতিজ পাটবর্ধন।


ভিডিও স্টোরি