
Chetana Raj Death: প্লাস্টিক সার্জারি করতে গিয়ে মৃত্যু! ২১ বছরেই প্রাণ হারালেন দক্ষিণী অভিনেত্রী
দ্য ওয়াল ব্যুরো: প্লাস্টিক সার্জারি (plastic surgery) করতে গিয়ে বিপত্তি! মাত্র ২১ বছর বয়সেই মৃত্যু হল দক্ষিণী অভিনেত্রীর। শুনে অবাক লাগলেও এটাই সত্যি! নিজের শরীরে পরিবর্তন আনতে প্রাণ হারালেন কন্নড় অভিনেত্রী চেতনা রাজ (Chetana Raj Death)। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে আজ প্রাণ হারালেন ছোটপর্দার এই অভিনেত্রী।
ঠিক কী ঘটেছিল?
জানা গেছে, সোমবার ‘ফ্যাট ফ্রি’ প্লাস্টিক সার্জারি করাতে হাসপাতালে ভর্তি হন চেতনা। এরপরেই শুরু হয় সমস্যা। অপারেশনের প্রক্রিয়া শুরু হতেই তরল জমতে শুরু করে অভিনেত্রীর ফুসফুসে। এরপর তাঁকে বাঁচানোর জন্য ডাক্তাররা প্রাণপাত চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। এদিকে, অভিনেত্রীর পরিবার সেই হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন।
সিংহাসন খালি, সৌমিত্র-স্বাতীলেখার স্মৃতি নিয়েই মুক্তির পথে ‘বেলাশুরু’
সূত্রের খবর, এই প্লাস্টিক সার্জারির কথা নিজের বাবা-মা’কেও জানাননি অভিনেত্রী। বন্ধুদের সঙ্গেই হাসপাতালে যান তিনি।
‘গীতা’, ‘ডোরেসানি’-এর মতো একাধিক হিট সিরিয়ালে অভিনয় করতেন চেতনা রাজ। তাঁর অকালমৃত্যুতে বন্ধুরা, সহকর্মীরা সকলেই হতভম্ব। ইন্ডাস্ট্রিতেও নেমেছে শোকের ছায়া।