শেষ আপডেট: 31st January 2025 13:28
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরেই দেব ঘোষণা করেছিলেন আসছে 'রঘুডাকাত'। এও জানিয়েছিলেন নিজের প্রযোজনা সংস্থা ও এসভিএফের সঙ্গে গাঁটছড়া বেঁধে শুরু হচ্ছে এই ছবির শুটিং। পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন উঠছিল, নায়িকা কে হবেন? দৌড়ে এগিয়ে ছিলেন দেবের 'খাদান' সুন্দরী ইধিকা পাল। হলও তেমনটা। এ দিন দেব জানালেন আরও তাঁর ও ইধিকার জুটি দেখতে চলেছে দর্শক।
তবে সুখবর রয়েছে আরও। ডাকাত-রাজ্যে আগমন ঘটছে আরও এক সুন্দরীর। তিনি কে জানেন? টলিউডে সদ্য বিবাহিতা তারকা সোহিনী সরকার। দেবের প্রযোজনা মানেই যে রুক্মিণী-- এই গড়পড়তা ধারণা থেকে বেরিয়ে এসে দেব সাফ জানালেন নায়িকা হচ্ছেন ইধিকা ও সোহিনী। ওদিকে শোনা যাচ্ছে, খলনায়কের ভূমিকায় থাকতে পারেন অনির্বাণ ভট্টাচার্য।
প্রসঙ্গত, ২০২১ সালে প্রথম বার ঘোষণা করা হয়েছিল রঘুডাকাতের আগমনের কথা। । খালি গায়ে ধুতি পরে একহাতে খড়গ, আরেক হাতে মশাল ধরে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন দেব। মাথায় লাল ফেট্টি। তারপর জল বয়ে যায় অনেক। ছবির শুটিং নিয়ে তৈরি হয় নানা জটিলতা। তবে সে সব কাটিয়ে আগামী সরস্বতী পুজোতেই হতে চলেছে এই ছবির শুভ মহরৎ।
২০২১ সালে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় 'গোলন্দাজ' ছবিতে অভিনয় করেছিলেন দেব। ইধিকা-দেব-সোহিনীর জুটি দর্শকের কেমন লাগবে সে উত্তর রয়েছে সময়ের হাতে।