শেষ আপডেট: 9th January 2025 19:48
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালটা ধারাবাহিকের জন্য খুব একটা আনন্দের হয়নি। বহু মেগা এসেছে। 'গেস্ট অ্যাপিয়ারেন্স' করেই বন্ধ হয়ে গিয়েছে কিছু দিনের মধ্যেই। মেরেকেটে ছয় মাস এমনকি ৩ মাসেও বন্ধ হতে দেখা গিয়েছে লিড চ্যানেলের ভাল কাস্টের মেগাগুলিকেও। আরও এক বৃহস্পতিবার। আরও একবার দ্য ওয়ালের হাত টিআরপি রিপোর্ট। গতবারের মতো এবারেও প্রথম স্থানে গীতা এলএলবি। তবে ২৪-এর অন্যতম টপার 'ফুলকি' নেমে গিয়েছে তৃতীয় স্থানে।
৭.৮ নম্বর নিয়ে এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা। অন্যদিকে চতুর্থ স্থানে ৭.৩ নম্বর পেয়ে রয়েছে কথা। একটা সময় 'জগদ্ধাত্রী' ধারাবাহিক প্রথম স্থান অধিকার করে এসেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই সপ্তাহের টিআরপিও কিন্তু নিম্নগামী। সে পেয়েছে ৭.২।
ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে 'রাঙামতি তীরন্দাজ, গৃহপ্রবেশ ও শুভবিবাহ। অন্যদিকে দশম স্থানে রয়েছে আদৃতের মিত্তিরবাড়ি। মিঠাই ধারাবাহিকের পর এই ধারাবাহিক দিয়েই ছোটপর্দায় ফিরেছিলেন আদৃত রায়। তবে সেই ধারাবাহিক কিন্তু দর্শকমনে বিপুল সাড়া ফেলতে পারেনি। পেয়েছে মাত্র ৫.৬।
কাজ করেনি সৌমিতৃষা ম্যাজিকও। বর্ষশেষে জি বাংলার তরফে আনা হয়েছিল এক নতুন শো। নাম দেওয়া হয়েছিল 'ডিয়ার ডিসেম্বর'। দেখা মিলেছিল পল্লবী শর্মা, শ্বেতা-রুবেল, সৌমিতৃষা-রোহনদের। সেই শো'র টিআরপি মাত্র ৪.৮। অন্যদিকে সারেগামাপা পেয়েছে ৫.৩।
উল্লেখ্য নতুন বছরেই আসতে চলেছে দু'টি নতুন ধারাবাহিক। প্রথম বার জুটি বাঁধছেন অপরাজিতা ঘোষ দাস ও সুদীপ মুখোপাধ্যায়। অন্যদিকে আরও এক নতুন জুটি আসছে মেগাতে। ধারাবাহিকের নাম 'তোমাকে ভালবেসে'। মুখ্য চরিত্রে দিতিপ্রিয়া রায় ও জিতু কমল।