শেষ আপডেট: 23rd March 2025 20:51
দ্য ওয়াল ব্যুরো: ‘প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কে কোথা ধরা পড়ে’। নিজের ষাট বছরের জন্মদিনের ঠিক আগে প্রেমিকা গৌরীর (Amir Khan's new girlfriend) কথা প্রকাশ্যে এনেছিলেন আমির খান। ৬০ বছর বয়সে এসে নতুন করে প্রেমে পড়ায় আমিরের এই প্রেমিকাকে নিয়ে নানা ধরনের আলোচনা জারি। দু'জনের বয়সের ফারাক কত তা নিয়েও হচ্ছে আলোচনা। জানেন, আমির খানের চেয়ে ঠিক কত বছরের ছোট গৌরী স্প্র্যাট?
১৯৬৫ সালে জন্ম নেন আমির খান। হিসেব বলছে, এ বছরই সিনিয়র সিটিজেনের তকমা জুটেছে তাঁর। অন্যদিকে গৌরীর বয়স ৪৬ বছর। অঙ্ক দাঁড়াচ্ছে দু'জনের বয়সের ফারাক প্রায় ১৪ বছর। আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত। মাত্র ২১ বছর বয়সে রীনাকে বিয়ে করেছিলেন আমির। সে সময় রীনার বয়স মাত্র ১৯। সেই বিয়ে বেশ কিছু বছর পর ভেঙে যায়।
আমির বিয়ে করেন পরিচালক কিরণ রাওকে। কিরণের জন্ম ১৯৭৩ সালে। হিসেব বলছে দু'জনের বয়সের ফারাক ৯ বছরের। ২০২১ সালে সেই সম্পর্কও ভেঙে যায়! যদিও প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই আজও সখ্য বজায় রেখেছেন আমির। নতুন প্রেমিকার সঙ্গেও আলাপ রয়েছে তাঁদের। আমিরের নতুন প্রেমিকা অর্থাৎ গৌরীও অতীতে বৈবাহিক সম্পর্কে ছিলেন। সেই সম্পর্কে তাঁর এক পুত্রসন্তান রয়েছে।
গৌরীর সঙ্গে বিয়ের পরিকল্পনা কি রয়েছে আমিরের? প্রশ্ন করা হয়েছিল তাঁকে। নিজের বয়সের দোহাই দিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। তবে একই সঙ্গে এও জানিয়েছেন, একা থাকায় অক্ষম তিনি। আগামী দিনে আবারও কি বিয়ের পিঁড়ি নাকি এভাবেই বাকি জীবন কাটিয়ে দেবেন? সরাসরি উত্তর দেননি আমির, সবটা ছেড়ে দিয়েছেন সময়ের হাতে।