শেষ আপডেট: 3rd January 2025 12:46
দ্য ওয়াল: বেশ অনেক কটি ছবি বানিয়ে ফেলেছেন চন্দ্রিল ভট্টাচার্য (Chandril Bhattacharya)। ২০০০ সালে প্রথম ছোট ছবি, ‘ওয়াই টু কে অথবা সেক্স ক্রমে আসিতেছে’। ২০১৭ সালে চন্দ্রিল বানালেন ‘ট্যালেন্ট’ এবং ২০২০ সালে করলেন ‘পাঁচ ফোড়ন-২’র অ্যান্থলজির একটি ছবি ‘প্রায় কাফকা’। গত বছর ইউটিউবে মুক্তি পায় ‘আটপৌরে’। অভিনয়ে একাধিক শিল্পী। শায়ক রায়, সাংখ্যায়ন চৌধুরী, জয়িতা বিশ্বাস, শ্রেয়া ভট্টাচার্য,সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী, সৌম্য মজুমদার সঞ্চারী মুখোপাধ্যায়, অনুরাধা দাস।
নতুন বছরে চন্দ্রিল পরিচালিত আবার এক নতুন শর্ট ফিল্ম মুক্তি পেতে চলেছে ইউটিউবে। ছবির নাম, ‘ব্রতকথা’ (brotokotha)। অভিনয়ে রয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangna Bandyopadhyay), চৈতী মিত্র, সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী এবং দেব রায়। চিত্রনাট্য লিখেছেন স্বয়ং পরিচালক। নান্দনিক স্টুডিয়ো নামে এক ইউটিউব চ্যানেলে আগামী ১০ জানুয়ারি মুক্তি পাবে ছোট ছবি।
‘দ্য ওয়াল’-এর পক্ষ থেকে ফোনে পরিচালককে ধরা হলে, তিনি ছবি বিষয়ক কোনও কথা বলতে চাননি। শুধু বললেন, ‘আগামী ১০ তারিখে ছবি মুক্তি পাবে, তার অপেক্ষাই থাকছি।’
চন্দ্রিল ভট্টাচার্য—এই (Chandril Bhattacharya)নাম শুনলেই দর্শকের মুখে এক মিচকি হাসি গজিয়ে ওঠে। হিউমার-উইটের পারফেক্ট সংমিশ্রণ রয়েছে তাঁর কথন এবং কাহনে। অতএব, দর্শকদেরও স্বাভাবিকভাবেই ,‘ব্রতকথা’ নিয়ে একটু বেশিই আগ্রহী।
অন্যদিকে, চন্দ্রিল ভট্টাচার্যর বাংলা ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’ ১২ বছর পর তাঁদের নতুন অ্যালবাম প্রকাশ করল। টালোবাসা। প্রথম অ্যালবাম যখন বেরিয়েছিল, সালটা ১৯৯৭। আর শেষ অ্যালবাম ২০১২ সালে। ৯-এর দশকের ছেলেমেয়ে যাঁরা মূলত ক্যাসেট থেকে সিডিতে গান শুনে বড় হয়েছে। তা এখন বদলে গিয়েছে, ইউটিউব কিংবা স্ট্রিমিং অ্যাপে। চন্দ্রবিন্দুর ‘টালোবাসা’ মুক্তি পেয়েছিল একেবারে অন্যরকমভাবে, একটু পুরনোভাবে। নতুন অ্যালবাম লিমিটেড এডিশন হিসেবে ৩৫০টি রেকর্ডে মুক্তি পেয়েছিল।
১০টি গানের এই নতুন অ্যালবাম ইউটিউবে তো শোনা যাচ্ছেই, সঙ্গে অ্যাপেল মিউজিক, স্পটিফাইয়েও শোনা যাচ্ছে। ১০ টি গানের অন্যতম হল গ্যাঁড়াকল, কেরানি, প্রধানমন্ত্রী, বায়নাখোকা, আমার জানালা দিয়ে, বিকেল, ইত্যাদি। ইতিমধ্যেই শ্রোতাদের মিউজিক লিস্টে লুপে বাজছে গানগুলো।