শেষ আপডেট: 22nd February 2025 12:55
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান (Farah Khan) সম্প্রতি হোলি নিয়ে এক মন্তব্য করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন। 'সেলিব্রিটি মাস্টার শেফ'- (Celebrity MasterChef) এর একটি হোলি স্পেশাল এপিসোডের শ্যুটিংয়ে তিনি বলেন, "হোলি (Holi) ছাপরি লোকেদের প্রিয় উৎসব।" ফারাহর এই মন্তব্য ভালভাবে নেয়নি নেটিজেনরা। রেডিট এবং এক্স (প্রাক্তন টুইটার)-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকে তাঁর ধর্ম নিয়েও আক্রমণ করেছেন।
এক ব্যবহারকারী কটাক্ষ করে লেখেন, 'ফারাহ খান কি কখনও ইদ নিয়ে এমন মন্তব্য করবেন? হিন্দু উৎসবকে অপমান করা যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।' আরেকজন লিখেছেন, 'মুখ খুললেই বিতর্ক। হোলি বিশ্বব্যাপী উদযাপিত হয়, পর্যটকদের আকর্ষণ করে। অথচ উনি সেটাকে নিচু চোখে দেখাচ্ছেন!'
Will Farah 'Khan' say something like this for Eid?
byu/minsin3 inIndianTellyTalk
তৃতীয় একজনের কটাক্ষ, 'সময় রায়না আর রণবীর এলাহাবাদিয়ার দলে নাম লেখানোর শখ হয়েছে বোধহয়!' এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, 'হোলি শুধু একটা উৎসব নয়, এটি ভগবান কৃষ্ণ ও রাধার সঙ্গে জড়িয়ে আছে। ভারতীয় হয়ে ভারতীয় সংস্কৃতির প্রতি এত অবজ্ঞা লজ্জাজনক!'
তবে ফারাহ খানের মন্তব্যের অন্য দিকও তুলে ধরছেন কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী, বিশেষ করে হিন্দু মহিলারা। তাঁদের বক্তব্য, তিনি হোলি বা ধর্মকে ছোট করছেন না, বরং কিছু মানুষ কীভাবে এই উৎসবকে মহিলাদের হয়রানি করার হাতিয়ার বানায়, তা বোঝানোর চেষ্টা করেছেন। একজন মন্তব্য করেন, 'একজন নারী ও ধর্মপ্রাণ হিন্দু হিসেবে আমি ফারহার পক্ষ নিচ্ছি। হোলির দিন অনেক মহিলাকে হয়রানির শিকার হতে হয়, সেটাই উনি বলতে চেয়েছেন। এটা ধর্মের বিষয় নয়, নারী নিরাপত্তার বিষয়!'
অন্য একজন লেখেন, 'তিনি হোলির বিরুদ্ধে কিছু বলেননি, বলেছেন সেই মানুষদের নিয়ে, যারা এই উৎসবের সুযোগ নিয়ে নারীদের শ্লীলতাহানি করে। দয়া করে পার্থক্যটা বুঝুন!' ফারাহ খানের এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক এখনো থামেনি। অনেকে তাঁর কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন, আবার কেউ কেউ তাঁর বক্তব্যের ব্যাখ্যা দাবি করছেন। ফারাহ এখনও এই বিতর্ক নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি।