শেষ আপডেট: 5th February 2025 13:04
দ্য ওয়াল ব্যুরো: হিমেশ রেশামিয়া পরিচালিত ‘ব্যাডঅ্যাস রবি কুমার’-এর ট্রেলার প্রকাশ্যে এসেছিল গত ৫ জানুয়ারি। সিনেমার প্রচার সীমিত থাকলেও চমকপ্রদ দৃশ্য ও শক্তিশালী গানকে ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। বক্স অফিসেও ভালো ব্যবসার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে মুক্তির আগেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) সিনেমায় বেশ কিছু দৃশ্য কাটছাঁট করেছে।
কোন কোন দৃশ্যে সেন্সরের কাঁচি চলেছে?
সম্প্রতি CBFC সিনেমার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন অনুমোদন করেছে। শেষ পর্যন্ত ২৯ জানুয়ারি সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। পরিবর্তনগুলির মধ্যে অন্যতম—
সিনেমার সব ঘনিষ্ঠ দৃশ্য খতিয়ে দেখে কিছু অংশ সংশোধন করা হয়। বিকিনি পরিহিত মহিলাদের ক্লোজ-আপ শট সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ক্লিভেজ ও স্তনকেন্দ্রিক দৃশ্য বারবার সম্পাদনা করা হয়। পুরুষ চরিত্রদের মহিলাদের উরু বা নিতম্বে হাত রাখার দৃশ্যও পরিবর্তন করা হয়।
ছবির এক গুরুত্বপূর্ণ দৃশ্যে কাঠ কাটার মেশিন দিয়ে এক ব্যক্তিকে কেটে ফেলার মুহূর্ত দেখানো হয়েছিল, যা সেন্সর বোর্ড পুরোপুরি বাদ দিয়েছে। সংলাপে ব্যবহৃত '‘Bi*ch’' শব্দটি মিউট করা হয়েছে, এমনকি সাবটাইটেল থেকেও এটি সরিয়ে ফেলা হয়েছে।
সব পরিবর্তনের পর ছবিটিকে 'UA 16+' শংসাপত্র দেওয়া হয়। সম্পাদনার পর ছবিটির চূড়ান্ত দৈর্ঘ্য দাঁড়িয়েছে '২ ঘণ্টা ২১ মিনিট ৪৪ সেকেন্ড'। কিথ গোমস পরিচালিত এই অ্যাকশন-ড্রামা প্রযোজনা করেছে 'হিমেশ রেশামিয়া মেলোডিস'। মুখ্য চরিত্রে রয়েছেন 'হিমেশ রেশামিয়া, কীর্তি কুলহারি, সানি লিওন, সঞ্জয় মিশ্র ও প্রভু দেবা'। সেন্সরের ছাড়পত্র পাওয়ার পর ছবিটি আগামী '৭ ফেব্রুয়ারি' বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।