শেষ আপডেট: 10th January 2025 16:27
দ্য ওয়াল ব্যুরো: নাম ঠিক হয়নি অবশ্য, তবে অভিনেতাদের বাছাই পর্ব শেষ। হইচইয়ের নতুন ওয়েব সিরিজে রয়েছে চমক। অরিজিৎ টোটোন চক্রবর্তীর নতুন সিরিজে দেখা রয়েছেন সুহোত্র মুখোপাধ্যায়, মানালি মনীষা দে এবং সৃজলা গুহ। (Suhotra Mukhopadhay, Srijla Guha, Manali Dey)
প্রকাশিত হল সিরিজে অভিনেতাদের ফার্স্ট লুক। হালদিপুর মাফিয়া সাম্রাজ্যে বিষিয়ে গিয়েছে। প্রেমহীন শৈশব এবং কঠিন বাস্তবের সঙ্গে লড়াই করে বড় হয়ে উঠেছে পরিবারের মেয়ে পল্লবী। স্কুলশিক্ষক অরিন্দমের প্রতি আসক্ত সে, বাড়তে থাকে অবসেশন। এক শূন্যতার জীবন থেকে পালানোপ পথ খুঁজতে থাকে পল্লবী, আর অরিন্দম হয়ে ওঠে ওর জীবনের খোলা জানলা। অন্যদিকে, অরিন্দম বিবাহিত। তাঁর স্ত্রী মিথিলা সাধারণ ঘরের মেয়ে। হোমমেকার। প্রথম দিকে পল্লবীর অরিন্দমের প্রতি ভালবাসা দিয়ে শুরু হলেও তা রূপ নেয় এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে।