শেষ আপডেট: 19th October 2024 18:44
দ্য ওয়াল ব্যুরো: বড়সড় আর্থিক প্রতারণার অভিযোগ উঠল পরিচালক তথা কোরিওগ্রাফার রেমো ডি’সুজা ও তাঁর স্ত্রী লিজেল ডি’সুজার বিরুদ্ধে। একটি নাচের দলের অভিযোগের ভিত্তিতে রেমো, লিজেল-সহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে মামলা। খবর সামনে আসতেই শুরু হয়েছে হইচই।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ১১.৯৬ কোটি টাকার প্রতারণার অভিযোগ পুলিশকে জানিয়েছেন বছর ছাব্বিশের এক নৃত্যশিল্পী। গত ১৬ অক্টোবর মীরা রোড থানায় কোরিওগ্রাফার রেমো-সহ মোট ৬ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৬৫ (জালিয়াতি) ও ৪২০ (প্রতারণা) ছাড়াও একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বলে খবর।
পুলিশ জানিয়েছে, নাচের দলটির অভিযোগ, ২০১৮ থেকে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত ধাপে ধাপে মোট ১১.৯৬ কোটি টাকা প্রতারণা হয়েছে।
তাদের আরও অভিযোগ, একটি টিভি শোতে বিজয়ী হওয়ার পর ওই টাকা হাতে এসেছিল। কিন্তু পুরস্কার মূল্য পকেটে পোরেন অভিযুক্তরা।
রেমো ও তাঁর স্ত্রী ছাড়াও ওমপ্রকাশ শঙ্কর চৌহান, রোহিত যাদব, বিনোদ রাউত, রমেশ গুপ্তা ও ফ্রেম প্রোডাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
রেমোকে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। ২০০৯ সাল থেকে বহু ডান্স রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে বসেছেন তিনি। ড্যান্স ইন্ডিয়া, ঝলক দিখলা জা, ড্যান্স প্লাস, ডিআইডি লিটল মাস্টার-সহ একাধিক জনপ্রিয় শোয়ের বিচারক ছিলেন। পাশাপাশি রেস ৩, স্ট্রিট ড্যান্সার, এবিসিডি-সহ একাধিক সিনেমার পরিচালনা করেছেন তিনি।