শেষ আপডেট: 16th January 2025 14:10
দ্য ওয়াল ব্যুরো: মাঝরাতে দুষ্কৃতী হানায় প্রচণ্ডভাবে রক্তাক্ত সইফ আলি খানকে গাড়ি না পাওয়ায় অটোয় চাপিয়ে নিয়ে যাওয়া হয় লীলাবতী হাসপাতালে। তাঁর ২৩ বছরের বড় ছেলে, অভিনেতা ইব্রাহিম ছুরির আঘাতে গলগল করে রক্ত বেরনো অবস্থাতেই অটোয় করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেই সময় ওই অবস্থায় কোনও গাড়ি না মেলায় সময় বাঁচাতে রাস্তা থেকে অটো ধরে বাবাকে ২ কিমি দূরের লীলাবতী হাসপাতালে নিয়ে যান ইব্রাহিম।
হামলার কিছুক্ষণের মধ্যেই একটি ভিডিওতে দেখা গিয়েছে করিনা কাপুর একটি অটোর পাশে দাঁড়িয়ে ঘরের কাজের লোকদের সঙ্গে জোরে জোরে কথা বলছেন। সেই অটোতেই সইফকে নিয়ে সাত তাড়াতাড়ি রওনা হয়ে যান ইব্রাহিম। জানা গিয়েছে, সেই মুহূর্তে কোনও গাড়ি ছাড়ার মতো তৈরি হতে পারেনি। তা সে যে কোনও কারণেই হোক ইব্রাহিম তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে রাস্তা থেকে অটো ধরে বাবাকে নিয়ে বেরিয়ে যান।
হিন্দি ছবির তারকা সইফ আলি খানের উপর হামলার তদন্তে তাঁর বাড়ির সামনে সকালেই দেখা গিয়েছে মুম্বইয়ের বিখ্যাত এনকাউন্টার স্পেশালিস্ট দয়া নায়ককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিক এনকাউন্টারের বাস্তবের 'নায়ক' দয়াকেই তদন্তভার দিয়েছে মুম্বইয়ের অপরাধ দমন শাখা। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বৃহস্পতিবার সকালেই। ১২ তলায় থাকা সইফের আবাসনের নীচে এদিন সকালে দেখা যায় দয়াকে। তিনিই তদন্ত করে দেখেন বেশ কিছুক্ষণ ধরে।
ইতিমধ্যেই তদন্ত বিপত্তি ডেকে এনেছে একটি গুরুতর বিষয়। অনেকের ধারণা দুষ্কৃতীরা পাইপ বেয়ে উঠেছিল। কিন্তু ঘটনার ২ ঘণ্টা আগে পর্যন্ত সিসিটিভির কোনও ফুটেজে কাউকে ভিতরে ঢুকতে দেখা যায়নি। সিসিটিভির একটি ছবিতেও দুষ্কৃতীদের দেখা না যাওয়ায় নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। যেমন- পাইপ বেয়ে ১২ তলায় ওঠা সম্ভব কিনা! কিংবা রাতের আগে থেকেই কেউ ভিতরে ঢুকে বসেছিল কিনা। সইফের কাজের লোকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এ ব্যাপারে। তবে দয়া নায়ক যে এদিন ওই বাড়িতে পৌঁছেছেন সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।