শেষ আপডেট: 1st January 2025 18:18
দ্য ওয়াল ব্যুরো: রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'বিনোদিনী, একটি নটীর আখ্যান'-এর প্রথম ঝলকেই সকলকে চমকে দিয়েছিলেন অভিনেতা রুক্মিণী মৈত্র। বিনোদিনীর ভূমিকায় তাঁকে দেখে তাজ্জব হয়েছিলেন সকলে।
প্রশ্ন উঠছিল, বিনোদিনীর জীবনে দুই গুরুত্বপূর্ণ মানুষ গিরীশ ঘোষ ও শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ভূমিকায় দেখা যাবে কোন অভিনেতাদের? অবশেষে প্রকাশ্যে এল ফার্স্টলুক।
রামকমল বেছে নিয়েছেন এমন এক অভিনেতাকে যিনি আদপে বাঙালি হলেও বলিউড ও টলিউড দুই ক্ষেত্রেই অবাধ বিচরণ তাঁর। 'রং দে বাসন্তী' থেকে শুরু করে 'কামিনে', 'রক্তরহস্য' সহ বেশ কিছু সুপারহিট ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তিনি আর কেউ নন অভিনেতা চন্দন রায় সান্যাল। লুক প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মার্কশিটে ফুলমার্কসই পেয়েছেন চন্দন। রামকৃষ্ণের লুকে তিনি যথাযথ-- এমনটাই মনে করছে সাধারণ।
উল্লেখ্য ওই ছবিতে, গিরীশ ঘোষের ভূমিকায় দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে। রঙ্গবাবুর চরিত্রে অভিনয় করেছেন রাহুল বোস। এ ছাড়াও 'গুর্মুখ রায়'-এর চরিত্রে রয়েছেন মীর ও 'কুমার বাহাদুর'-এর চরিত্রে রয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ ওম সাহানি। জানুয়ারির ২৩ তারিখ বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি।
কিছু দিন আগেই উত্তর কলকাতার স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার রাখার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে প্রতিক্রিয়া জানতে রুক্মিণীর সঙ্গে যোগাযোগ করে 'দ্য ওয়াল'। আনন্দে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী। মুখ্যমন্ত্রীকে বারেবারে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "১৪১ বছরের যুদ্ধ, অবশেষে মনের ইচ্ছে পূর্ণ হল বিনোদিনী। একজন নারী হিসেবে আজ আমার গর্বের দিন ,আমার আনন্দের দিন।"