আলিয়াকে 'নেপো কিড' বলা নিয়ে ক্ষোভ উগরে দিলেন করণ জোহর। বললেন, “যদি তা বলেন, তবে আপনি পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ।”
আলিয়া ভাট ও করণ জোহর
শেষ আপডেট: 16 May 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো: ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে একদিকে বলিউডে ডেবিউ করেছিলেন আলিয়া ভাট ও বরুণ ধবন, অন্যদিকে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। ২০১২ সালের সেই ছবির পর করণ জোহরের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে বরাবরই বিতর্কে জড়িয়েছেন আলিয়া। একাধিকবার করণকে এও শুনতে হয়েছিল যে, তিনি ‘নেপোটিজম’কেই গুরুত্ব দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে ফের মুখ খুললেন।
আলিয়ার নাম জড়িয়ে যে ভাবে তাঁকে ‘নেপো কিড’ বলা হয়, তা একেবারেই অন্যায্য বলে দাবি করলেন করণ। গালাট্টা প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “দয়া করে আমাদের তালিকা দেখে নিন। ‘হাইওয়ে’, ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গাঙ্গুবাই’—এই ছবিগুলো দেখেছেন? যদি এগুলো দেখার পরও কেউ বলে আলিয়া ‘নেপো কিড’, তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ। আর আপনাকে কেউ সাহায্য করতে পারবে না।”
আলিয়াকে নিয়ে বরাবরই আবেগঘন বক্তব্য দিতে দেখা যায় করণকে। বহুবার সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবু নিজের বক্তব্যে অনড় করণ জানান, আলিয়ার প্রতি তাঁর অনুভূতি নিছক পেশাদারি নয় বরং একেবারে পিতৃসুলভ।
ই-টাইমসকে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে করণ বলেছিলেন, “ও প্রথম ব্যক্তি যার জন্য আমার ভিতরে পিতৃত্ববোধ জেগেছিল। আমি ওকে ভালবাসি, আর সারা দেশ জানে ও আমাদের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী। আমি ওর জন্য কাঁদি, ওর ভাল খবরে আনন্দ পাই, কারণ আমি ওর বাবা-মায়ের মতো অনুভব করি। এতে যদি কারও সমস্যা হয়, তা হলে তাদের না-ই বা ভালো লাগল। আমি সত্যিই ওকে ভালবাসি এবং সেটা প্রকাশ করতেই পারি।” বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা ভন্সালীর পরবর্তী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিংয়ে, যেখানে তাঁর সহ-অভিনেতা রণবীর কপূর ও ভিকি কৌশল।