শেষ আপডেট: 12th March 2024 18:20
দ্য ওয়াল ব্যুরো: তামিল অভিনেতা ও তামিলেগা ভেট্ট্রি কাজাগাম রাজনৈতিক দলের প্রধান থালাপতি বিজয় সিএএ নিয়ে প্রতিবাদ করলেন। ১১ মার্চ সিএএ লাগুর বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই অভিনেতা এই আইনের বিরোধিতায় সরব হন।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে এ দেশে আসা সংখ্যালঘু শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে নয়া নাগরিকত্ব আইন বা সিএএ-তে। ওই দেশগুলি থেকে আগত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিষয়টি সিএএ-তে উল্লেখ করা হয়েছে। যদিও আইনে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা বলা হয়নি। অর্থাৎ ওই ছয় সম্প্রদায় ছাড়া পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান বা অন্য কোনও দেশ থেকে আসা অন্য কোনও ধর্মীয় সম্প্রদায়ের শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না।
আইনটি আগে হলেও লাগু হয় গতকাল অর্থাৎ ১১ মার্চ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে। তারপরেই বিজয় থালাপতি জানান, 'এটা মানা সম্ভব নয়।' তিনি এই বিষয়ে তামিলনাড়ু সরকারকে চিঠি লেখেন। বক্তব্যের সপক্ষে তাঁর যুক্তি, 'সিএএ-এর মতো কোনও আইন আমাদের রাজ্যে প্রয়োগ করতে দেওয়া হবে না। আমরা এটা মানব না। যেখানে দেশের সমস্ত নাগরিক ভালবেসে একে অপরের সঙ্গে বসবাস করেন, সেখানে এই আইন বেমানান।' উনি আরও লেখেন, 'আমরা নিশ্চিত করব যেন তামিলনাড়ুতে এই আইন লাগু করা না হয়।'
২ ফেব্রুয়ারি ২০২৪-এ অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপতি তামিলেগা ভেট্ট্রি কাজাগাম রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেন। সেই সময় তিনি জানিয়েছিলেন, সিনেমার জগত ছেড়ে তিনি সম্পূর্ণ মন দিতে চান রাজনীতিতে।