শেষ আপডেট: 11th February 2025 08:32
দ্য ওয়াল ব্যুরো: ব্রিটিশ পপ তারকা এড শিরান অরিজিৎ সিংয়ের গুণমুগ্ধ ভক্ত। এ কথা অনেকেই জানেন। নতুন নয়। দু'জনে একসঙ্গে মঞ্চে পারফর্মও করেছেন আগে। কিন্তু, এবারে দু'জনে 'টো টো কোম্পানি'র ভূমিকায়।
শিলং যাওয়ার পথে কলকাতায় পা রেখেই মুর্শিদাবাদ চলে আসেন এড শিরান। জিয়াগঞ্জে অরিজিতের সঙ্গে দেখা করেন। আর সেখানেই যা কাণ্ড ঘটালেন দুই কিংবদন্তি তা চমক লাগার মতো।
View this post on Instagram
বেঙ্গালুরু কনসার্ট দিয়ে গত ৯ ফেব্রুয়ারি থেকে শিরানের ভারত সফর শুরু হয়েছে। এরপর তাঁর আগামী কনসার্ট শিলংয়ে। তার আগে ঢুঁ মারলেন বন্ধুর বাড়িতে। আর অরিজিৎও স্কুটির পেছনে ব্রিটিশ বন্ধুকে চাপিয়ে জিয়াগঞ্জের অলিগলি-পাকস্থলি ঘুরিয়ে দেখালেন।
শুধু তাই নয়, সূর্যাস্তের সময় গঙ্গাবক্ষে নৌকাবিহারও করেন অরিজিৎ-শিরান। দুই গায়ককে দেখতে গঙ্গাপারে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা।
দুই বন্ধুত্বের এই দিন নামচার নানা টুকরো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে তাঁরা একটি মিউজিক ভিডিও শ্যুট করেছেন।